শিবপুরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭,আহত ৪
- আপডেট সময় : ১০:২২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩ ৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২.৩০ মিনিটের দিকে ঢাকা সিলেট মহাসড়ক ইটাখোলা শহীদ মিনার সংলগ্ন এলাকায় এর দুর্ঘটনা ঘটে। ঘটনা সত্যতা স্বীকার করেন ইটাখোলা হাইওয়ে পুলিশ থানা। নিহতরা হলেন- টাংগাইলের দেলদুয়ার উপজেলার মীর কুমুল্লী এলাকার মোতাহের হোসেনের ছেলে মীর নাজমুল হক সবুজ (৩০), ঝালকাঠির রাজাপুর উপজেলার পারগোপারপুর এলঅকার আবদুল গনি হাওলাদারের ছেলে আল আমিন (২৯), গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুর গ্রামের আইয়ুব খানের ছেলে আল আমিন খান (২৭), মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর কৃষ্ণনগর গ্রামের তোফায়েল হাওলাদারের ছেলে আবদুল আওয়াল (৩৭), বরিশালের মুলাদী উপজেলার মুলাদী গ্রামের মো: মজিবর সিকদারের ছেলে রায়হান শিকদার ওরফে আরিয়ান (২৪), জামালপুর সরিষাবাড়ির ধারাবর্ষা গ্রামের দুদু মিয়ার ছেলে রাজু আহমেদ (৩৬) ও কুষ্টিয়ার খাজানগর এলাকার নুরুল মোল্লার ছেলে বাবুল হোসেন (৩৭)
আহতরা হলেন- সাকিব আহমেদ (২৮), পারভেজ (২৯), দোয়েল (২২) ও মিথুন (৩৫)। হতাহতরা সাভারের ইপিজেড এলাকার এসবি নিটিং লিমিটেড এর কর্মকর্তা- কর্মচারী। তারা একটি হাইয়েস মাইক্রোবাসে করে সিলেট ভ্রমনের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

















