অপ প্রচারের প্রতিবাদে জয়পুরহাটে স্বেচ্ছাসেবী সংস্থার সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৪:২৪:০১ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩ ৫২৯ বার পড়া হয়েছে
জয়পুরহাট সংবাদদাতা: ২৬ আগস্ট,জয়পুরহাটের পাঁচবিবির চাঁপাড়া বাজারের স্বেচ্ছাসেবী সংস্থা পল্লী মানবতার সেবা সংস্থা (পমাসেস) এর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জয়পুরহাট শহরের বৈরাগীর মোড়ের ফ্রেন্ডস গার্ডেনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের নির্বাহী পরিচালক আসাদুজ্জামান মানিক।
লিখিত বক্তব্যে তিনি বলেন, স্বেচ্ছাসেবী সংস্থা পল্লী মানবতার সেবা সংস্থার (পমাসেস) এরিয়া ম্যানেজার ছিলেন বেলাল হোসেন নামে এক ব্যক্তি। তিনি সংস্থাটির প্রশাসনিক কর্মকর্তারও অতিরিক্ত দায়িত্বে ছিলেন। বেলাল দায়িত্ব পালনকালে টাকা আত্মসাৎ, চেক ও প্রয়োজনীয় কাগজপত্র সরিয়ে ফেলাসহ বিভিন্ন অনিয়মের কারণে তাকে বারবার অফিসে তলব করা হলেও তিনি জবাব না দিয়ে এক দিকে হুমকি দিচ্ছে, অন্যদিকে ষড়যন্ত্রমুলকভাবে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তিকর ও অসত্য সংবাদ পরিবেশন করছে। সেই নিউজে ১৫ কোটি টাকা নিয়ে আমাদের লাপত্তা হওয়ার ব্যাপারে মিথ্যা সংবাদ পরিবেশন করায় এনজিওটি অপুরনীয় ক্ষতির সম্মুখিন হয়েছে। প্রকৃত পক্ষে সদস্যদের আমানত রয়েছে ২ কোটি ৩০ লাখ টাকা আমানত রয়েছে যেখান থেকে নিয়ম অনুযায়ী তারা লভ্যাংশ লাভ করছেন। এ ছাড়া এনজিওটি লাপাত্তা হয়নি। অফিসের সকল কার্যক্রম চালু রয়েছে বলে জানান এনজিও কর্তৃপক্ষ। এ ব্যপারে এনজিওটির পক্ষ থেকে সুষ্ঠু তদন্তের দাবী করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, পমাসেসের সহ-সভাপতি তৌহিদুল ইসলাম, পাঁচবিবির আওলাই ইউনিয়ন পরিষদের সদস্য ওলিউল ইসলাম, ভোলা, হালিমা, মেঘনা, আমানতকারী আব্দুল হান্নান, মোকছেদ, রেনুকাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে সম্মেলন করে। সোহেল আহমেদ লিও জয়পুরহাট