তাড়াশে পূর্ব শত্রুতার জেরে হামলা, আহত ১
- আপডেট সময় : ০৬:৩৪:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩ ২৮৮ বার পড়া হয়েছে
তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা: সিরাজগঞ্জে তাড়াশে পূর্ব শত্রুতার জের ধরে একটি বাড়িতে আতর্কিত হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। এই সময় ওই বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। সশস্ত্র হামলা চালিয়ে একজন কে আহত করা । শুক্রবার (২৫ আগস্ট ) দুপুর ১২ টার সময় পৌর শহরের জাহাঙ্গীর গাঁতী গ্রামে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
এই হামলার ঘটনায় শুক্রবার (২৫ আগস্ট ) বিকালে তাড়াশ থানায় মামলার জন্য লিখিত এজাহার দিয়েছেন মো সফিজ উদ্দিন (৪৬)। মো সফিজ উদ্দিন পৌর শহরের জাহাঙ্গী গাঁতী গ্রামের মো জাহের আলীর ছেলে। মামলার এজাহারে ওই এলাকার মৃত মজিবর মন্ডলের
ছেলে মো মোতাহার(৫০), মো মোতাহার মন্ডলের ছেলে মো. শামীম হোসেন মন্ডল (২৫), মোতাহার মন্ডলের বউ সাহিদা খাতুন (৪৫) এবং মৃত আব্দুল মন্ডলের ছেলে মো মকিম মন্ডলসহ (৫৫) অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামি করা হয়েছে। পুলিশ বর্তমানে এই ঘটনাটি তদন্ত করছে। প্রাথমিক তদন্ত শেষে মামলা গ্রহণের ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
এদিকে অভিযোগে বলা হয়েছে- উক্ত আসামীগণ জায়গা নিয়ে পৃর্ব হইতে আমার মামাতো ভাই মো সাদ্দাম(৩০)ও তার পরিবারের সদস্য গণের সহিত শত্রুতা সৃষ্টি করে তাহাদের মারার জন্য বিভিন্ন ভাবে পায়তারা করে আসিতেছে। এ ঘটনাকে কন্দ্রে করে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে মো মোতাহার, মো. শামীম হোসেন মন্ডল, সাহিদা খাতুন, মো মকিম মন্ডল সহযোগীরা হামলা করে। এ সময় তারা প্রাণ বাঁচাতে দৌঁড়ে নিজেদের বাড়ির ভেতরে চলে আসেন। কিন্তু হামলাকারীরাও চাকু, রামদা, হাসুয়া, লোহার পাইপসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পেছনে পেছনে ওই বাড়িতে ঢুকে পড়ে। তারা জানালা ও গেট ভাঙচুর শুরু করে।
পরে স্থানীয়রা খবর দিলে তাড়াশ থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো শহিদুল ইসলাম বলেন, হামলার খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। ভুক্তভোগী পরিবার আজ এই ব্যাপারে লিখিত এজাহার দিয়েছে। প্রাথমিক তদন্ত শেষে এটি মামালা হিসেবে গ্রহণ করা হবে। এছাড়া আসামিদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হবে বলেও জানান তিনি।