প্রধানমন্ত্রী দেশে ফিরলেই নতুন প্রধান বিচারপতির প্রজ্ঞাপন
- আপডেট সময় : ০২:৫৩:১১ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩ ২৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: দেশের ২৩তম বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর অবসেরের তারিখ ২৫ সেপটেম্বর। কিন্তু আগামী ৩০ আগস্ট থেকে বাংলাদেশের সুপ্রিমকোর্ট দীর্ঘ অবকাশে যাচ্ছে। এ কারণে ৩০ আগস্ট প্রধান বিচারপতির বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আর তাই নতুন প্রধান বিচারপতি কে হচ্ছেন তা ঘোষণা করার সাংবিধানিক রীতি রয়েছে ৩০ আগস্টের মধ্যেই’।
সরকারের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, নতুন প্রধান বিচারপতি কে হবেন তা মোটামুটি নির্ধারিত হয়েছে এবং এ ব্যাপারে আলাপ আলোচনাও চূড়ান্ত হয়েছে। প্রধানমন্ত্রী আগামীকাল সকালে দেশে ফিরবেন এবং এর পরই নতুন প্রধান বিচারপতির নিয়োগ সংক্রান্ত আনুষ্ঠানিকতা চূড়ান্ত করা হবে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে, আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসান পরবর্তি প্রধান বিচারপতি হচ্ছেন এটি মোটামুটি নিশ্চিত’।
বর্তমান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সুপ্রিম কোর্টের শেষ কর্মদিবস হবে ৩০ আগস্ট। তবে তিনি ২৫ সেপটেম্বর পর্যন্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। নতুন বিচারপতি ওবায়দুল হাসানের দায়িত্বের মেয়াদ শুরু হবে ২৫ সেপ্টেম্বর থেকে। তবে এ সংক্রান্ত প্রজ্ঞাপন আগে থেকেই জারি করা হবে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।’
নতুন বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সরকার কোন জ্যেষ্ঠতা লঙ্ঘন করবে না। কারণ হাসান ফয়েজ সিদ্দিকীর পরেই আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ওবায়দুল হাসান। ওবায়দুল হাসান তার দীর্ঘ আইন পেশায় একজন দক্ষ এবং নিরপেক্ষ ব্যক্তি হিসেবে পরিচিত। শুধু আইন পেশার মাধ্যমেই তিনি দ্যুতি ছড়াননি। আইন পেশার বাইরে তিনি একজন সুলেখক প্রাবন্ধিক হিসেবে পরিচিত এবং আলোচিত। ওবায়দুল হাসান প্রধান বিচারপতি হলে তিনি হবেন দেশের ২৪তম প্রধান বিচারপতি।’
নানা কারণেই বর্তমানে প্রধান বিচারপতির পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। সামনের দিনগুলোতে তীব্র রাজনৈতিক সংকট এবং সাংবিধানিক কিছু মৌলিক চ্যলেঞ্জ মোকাবিলা করতে হবে দেশকে। এরকম বাস্তবতায় কে প্রধান বিচারপতি হচ্ছেন তা নিয়ে আইন পাড়ায় নানা আলাপ-আলোচনা হচ্ছে। বিশেষ করে বিএনপিপন্থি আইনজীবীরা যখন সুপ্রিম কোর্টে নানা রকম আন্দোলনের চেষ্টা করছেতখন নতুন প্রধান বিচারপতি কে হবেন সেটি নিয়ে নানা রকম জল্পনা কল্পনা চলছিল। তবে সরকার এখানে জ্যেষ্ঠতা নীতি অনুসরণ করেছ বলেই একাধিক সূত্র বাংলা ইনসাইডারকে নিশ্চিত করেছে।