বাবাকে মারধরের ঘটনায় মামলা করায় ছেলের উপর হামলা
- আপডেট সময় : ১০:৪৪:০৬ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩ ২১৯ বার পড়া হয়েছে
তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা: সিরাজগঞ্জে তাড়াশে বাবাকে নির্মমভাবে পিটিয়ে হত্যার চেষ্টার ঘটনায় থানায় মামলা করার অপরাধে এবার তার ছেলে মো সাগর হোসেন মারপিটের শিকার হয়েছেন।
আসামি মোঃ হাসিনুর রহমান (৪৫), মোঃ সেলিম হোসেন (২৫), মো. জুয়েল রানা (২৭),মোঃ তজিম উদ্দিন (৪৫), শনিবার বিকাল ৪ টার সময় সাগরের বাড়ি গিয়ে চড়, থাপ্পড়, লাথি মেরে তাকে গলা টিপে শ্বাসরোধ করার চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে। এসময় তারা মামলা তুলে না নিলে সাগরকে মেরে হাত-পা ভেঙ্গে পঙ্গু করার পাশাপাশি তার বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ।
জানা যায়, তাড়াশ উপজেলার হামকুড়িয়া গ্রামের ফরিদুল ইসলামের ১২ বছরের স্কুল পড়ুয়া শিশুপুত্র সাগর গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে হামকুড়িয়া বাজার থেকে ভ্যান চালিয়ে বাড়িতে যাচ্ছিলেন সাগর এমন সময় মাদক সেবন করে ভ্যানের সামনে এসে দাড়ায় হামকুড়িয়া গ্রামের মোঃ হাসিনুর রহমান (৪৫), মোঃ সেলিম হোসেন (২৫), মো. জুয়েল রানা (২৭), মোঃ তজিম উদ্দিন (৪৫), কিন্তু সাগর বাড়িতে যাবে বিধায় আন্য কোথাও যেতে রাজি হয়নি। এতে এক পর্যায়ে ওই চার যুবক ক্ষিপ্ত হয়ে ভ্যান চালক সাগরকে এলোপাতাড়ি মারধর করে এমন সময় তার বাবা এগিয়ে এলে তাকেও নির্মমভাবে পিটিয়ে জখম করে। পরদিন এ ঘটনায় চার জনকে আসামি করে সাগরে চাচা তাড়াশ থানায় মামলা করেন।
সাগর সাথে মোবাইল ফোনে অভিযোগ করেন, শনিবার রাত ৮ টার দিকে আমাকে মারপিটকারী মোঃ হাসিনুর রহমান (৪৫), মোঃ সেলিম হোসেন (২৫), মো. জুয়েল রানা (২৭), মোঃ তজিম উদ্দিন (৪৫), সহ তার বাড়িতে আসে। তাদের বিরুদ্ধে মামলা করার অপরাধে চারজনে মিলে আমার উপরে চড়াও হয়ে চড়, থাপ্পড়, লাথি মেরে গলা টিপে শ্বাসরোধ করার চেষ্টা করে। এ সময় তার মা ঠেকাতে আসলে তারা তাকেও লাঞ্ছিত করে। পরে তার চিৎকার শুনে প্রতিবেশিরা এগিয়ে এসে তাদের হাত থেকে তাকে রক্ষা করেন। তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো শহিদুল ইসলাম জানান, সাগরের বিষয়টি তাদের জানানোর সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। সত্যতা পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।