রামুর আলোচিত হেডম্যান হত্যকান্ডের প্রধান আসামী সফুর আলম আটক
- আপডেট সময় : ০৮:১৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩ ৮৪ বার পড়া হয়েছে
কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজার রামুর বেঙডেবা গ্রামের আলোচিত হেডম্যান আলী আহাম্মদ হত্যাকান্ডের প্রধান আসামী সফুর আলমকে ঈদগড় থেকে আটক করেছে পুলিশ ।আটককৃত সফুর আলম বেঙডেবা গ্রামের মৃত ফজল করিমের পুত্র।
জানা যায় ২৫ আগষ্ট রোজ শুক্রবার দুপুর ২ টার দিকে ঈদগড় পুলিশ ক্যাম্পের ইনচার্জ এ এস আই আশরাফুলের নেতৃত্ব পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে সফুর আলমকে আটক করেছেন।
নিহত হেডম্যান আলী আহাম্মদের পারিবারিক সুত্রে জানা যায় আটকৃত আসামী সফুর আলমের নেতৃত্বে সন্ত্রাসীরা বিগত১৬/০১/২২ ইং তারিখ দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে বেঙডেবা হেডম্যান আলী আহাম্মদকে দরজা ভেঙ্গে বাড়ীতে প্রবেশ করে কুপিয়ে হত্যা করেছিল।নিহত হেডম্যান আলী আহাম্মদের পুত্র জাহাঙ্গীর আলম রাজিব সফুর আলমসহ ৫ জনকে আসামী করে রামু থানায় মামলা (রামু থানার মামলা নং-৩৩ তাং১৭/০১/২০২২)দায়ের করেন।
ইতিপুর্বে অপর আসামী গ্রেপ্তার হলে ও সফুর আলম পলাতক ছিলেন।
ঈদগড় ক্যাম্প ইনচার্জ এ এস আই আশরাফুল হত্যা মামলার পলাতক আসামী সফুর আলমের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান তার বিরুদ্ধে হেডম্যান আলী আহাম্মদ হত্যা মামলাসহ অসংখ্য মামলার ওয়ারেন্ট ইস্যু আছে।
আটককৃত আসামী সফুর আলম দীর্ঘ দিন ঈদগড় হাসনাকাটা গ্রামে আত্মগোপনে ছিলেন।
রামু থানার (ওসি) আনোয়ার হোসেন বলেন ,, আসামি সফুর আলমকে ইতিমধ্যে কারাগারে ফেরন করা হয়েছে।