কুড়িগ্রামের ঘরের চাল উঠাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে কলেজ ছাএের মৃত্যু
- আপডেট সময় : ১২:৩৭:০৬ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩ ১২০ বার পড়া হয়েছে
কুড়িগ্রাম সংবাদদাতা: কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় ঘরের চাল উঠাতে গিয়ে সুজন ওরফে সোনা মিয়া (২২) নামের এক কলেজ ছাএের মৃত্যু হয়েছে।
তিনি গাজিপুর ভাওয়াল সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাএ।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৫ আগষ্ট) বিকেলে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের নতুন বাজার এলাকায়। সে হরিণ ধরা গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
পুলিশ ও স্হানীয় সূএে জানাযায়, নিহত সোনামিয়া গাজিপুর ভাওয়াল সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাএ। দারিদ্রতার কারনে পড়ালেখার পাশাপাশি খরচ জোগাতে বিভিন্ন কাজ করতো। ঘটনার দিন সকালে নতুন বাজারে কাঠমিস্ত্রির কাজ করতে নতুন বাজারে যান। বিকেল আনুমানিক ৫ টার দিকে টিনের চাল উঠাতে গিয়ে অসাবধানতা বসত বিদ্যুৎপৃষ্টে হয়ে ঘটনা স্হলে মারা যান। এসময় আহত হয়েছেন আরো দুজন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।