কেরানীগঞ্জ কালিন্দী ইউনিয়নে জাতীয় শোক দিবসের দোয়া মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ
- আপডেট সময় : ০৭:০৪:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩ ৪৩৭ বার পড়া হয়েছে
কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা: রাজধানী ঢাকার কেরানীগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ আগস্ট শনিবার বিকেল ৪ ঘটিকার সময় কালিন্দী ইউনিয়ন আ’লীগের উদ্দোগে চড়াইল খেলার মাঠে কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাজী আশ্রাফ উদ্দীনের সভাপতিত্বে, কালিন্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহিদুল ইসলাম বিপ্লবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আ’লীগের সভাপতি ও ঢাকা-২ আসনের মনোনয়ন প্রত্যাশী শাহীন আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম, আ’লীগ নেতা হাজী মনির হোসেন, কালিন্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী মোঃ মহসিন রানা খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী জাহিদ হোসেন রনি, কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের সভাপতি ইমাম হাসান প্রমূখ। উপস্থিত অসহায় গরিব ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।