নায়েম প্রশিক্ষণ কোর্সে প্রথম স্থান অর্জন-নিজ কলেজে সংবর্ধনা পেলেন প্রফেসর রেজাউল করিম
- আপডেট সময় : ০৪:০৬:০৪ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩ ৬২ বার পড়া হয়েছে
কাজিপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা: মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী (নায়েম) আয়োজিত প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করেছেন কাজিপুর সরকারি মনুসর আলী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম। সারাদেশের সরকারি কলেজের অধ্যাপক পদ মর্যাদার কর্মকর্তাগণের ৪৫ দিনব্যাপী এই সিনিয়র স্টাফ কোর্স অন এডুকেশণ এন্ড ম্যানেজমেন্ট (SSCEM) প্রশিক্ষণ নায়েম ভবনে অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার বিকেলে সরকারি মনসুর আলী কলেজ প্রশাসন প্রফেসর রেজাউল করিমের এই সাফল্যের কারণে সংবর্ধনা দেয়া হয়েছে।
সংর্ধনা অনুষ্ঠানে সবাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর প্রভাত চন্দ্র বিশ্বাস।
প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করার অনুভূতি ব্যক্ত করে উপাধ্যক্ষ রেজাউল করিম বলেন, যে কোনো পুরস্কার ও স্বীকৃতি কর্মস্পৃহা ও উদ্দীপনা বৃদ্ধি করে। আমি এই অর্জন আমার কলেজের অধ্যক্ষ, আমার সহকর্মিগণ এবং শিক্ষার্থীদের উৎসর্গ করলাম। আমি একজন সরকারি কর্মচারি হিসেবে দেশ ও জাতির কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে চাই। আমি আমার সর্বোচ্চ মেধা সৃজনশীলতা দিয়ে শিক্ষার্থীর সুপ্ত মেধার বিকাশ ঘটাতে চেষ্টা চালিয়ে যাবো। সব সময়ই চেয়েছি শিক্ষা ও শিক্ষার্থীদের জন্য কাজ করতে। কলেজের শিক্ষার্থীদের পড়াশোনার মান বৃদ্ধিতে আমি সব সময়ই ইতিবাচক ছিলাম।তবে এমন অর্জন আমাকে আরও অনুপ্রেরণা দিবে।
অধ্যক্ষ প্রফেসর প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, উপাধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম নায়েম প্রশিক্ষণে প্রথম স্থান রাভ করায় আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত । আশা করছি এ প্রশিক্ষণলদ্ধ জ্ঞান ও অভিজ্ঞতা কাজের লাগিয়ে এই প্রতিষ্ঠানের ভাবমূর্তি আরও উজ্জ্বল ও সফলতার স্বর্ণশিখরে পৌঁছে দিবে । উল্লেখ্য, ২৪ আগস্ট জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী (নায়েম) ভবন এর কনফারেন্স হলে সমাপনী অনুষ্ঠানে ক্রেস্ট, মূল্যাবান বই ও সনদ তুলে দেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মাননীয় সচিব অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ সোলেমান খান । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নায়েমের মহাপরিচালক প্রফেসর ড. নিজামুল করিম এবং পরিচালক প্রশিক্ষণ ও বাস্তবায়ন প্রফেসর ড. তাহসিনা আক্তার।