পঞ্চগড়ে তথ্য অফিসের আয়োজনে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা
- আপডেট সময় : ০৮:৩২:১৬ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩ ৫৮ বার পড়া হয়েছে

পঞ্চগড় সংবাদদাতা: পঞ্চগড়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে জেলা তথ্য অফিসের আয়োজনে ও সদর উপজেলার মাগুড়া ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ইউনিয়ন পরিষদ চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জহুরুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে জেলা তথ্য অফিসার হায়দার আলী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করে বলেন, দেশ স্বাধীনের মাত্র সাড়ে তিন বছরেই বাংলাদেশের আমূল পরিবর্তন সাধন করেন। কিন্তু ঘাতকেরা ৭৫ এর ১৫ আগষ্ট তাঁকে সহ সপরিবারে হত্যার মধ্যে দিয়ে দেশকে অন্ধকার জগতের দিকে ঠেলে দেয়।
এসময় বক্তারা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশেকে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যাক্ত করেন। সেই সাথে জাতির পিতার জীবিত হত্যাকারীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকরের দাবী জানান।











