লালপুরে মোহরকয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল।
- আপডেট সময় : ০৬:২২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩ ৮৭ বার পড়া হয়েছে
লালপুর (নাটোর) সংবাদদাতা: মহান মুক্তি যুদ্ধের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত উপলক্ষে লালপুরের মোহরকয়া বাজারে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রবিবার (২৭আগস্ট ২০২৩ ) বিকেলে উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়েনের মোহকয়া বাজারে বিলমাড়ীয়া ইউনিয়নের বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মো. শাহ্ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও কেন্দ্রীয় সৈনিক লীগের সহ-সভাপতি লে. কর্ণেল রমজান আলী সরকার( অব:)এ সময় বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আজবার আলী, বিলমাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সুজন আহমেদ, দুয়ারিয়া ইউনিয়নের সৈনিক লীগের সভাপতি সাইদুর রহমান, ২ নং ঈশ্বরদী ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম ,এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা ।
আলোচনার শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।