ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিরাজগঞ্জ প্রেসক্লাবের নতুন সদস্য হলেন ২৫ গণমাধ্যম কর্মী রাজনৈতিক দলের সাথে মামলায় জড়িয়ে সাংবাদিকদের হয়রানি না করার আহবান জোড়া কবরে শুয়ে রইলেন তারা, নিভে গেল দুই পরিবারের বেঁচে থাকার স্বপ্ন সলঙ্গা থানা ছাত্রদলের যুগ্ন আহ্বায়কের নামে থানায় অভিযোগ  প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্তপূর্বক অপসারণের দাবী রাজশাহীতে বৈষম্যমুক্ত নগরের দাবিতে আলোচনা সভা  বেলকুচিতে হত্যাকান্ডের বিচার ও পি আর পদ্ধতিতে সংসদ নির্বাচনের দাবিতে গণ সমাবেশ রামেকে একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী সলঙ্গায় সাংবাদিকের উপর যুবদল নেতার হামলার অভিযোগ  খাজা মেডিকেল প্রতিষ্ঠাতা ডাঃ আমজাদ হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প 

সিঙ্গাপুর ষড়যন্ত্র: বিএনপি-জাপা ঐক্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩ ৫০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি এবং জাতীয় পার্টির একাধিক শীর্ষ নেতা এখন সিঙ্গাপুরে অবস্থান করছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু দুজনেই এখন সিঙ্গাপুরে অবস্থান করছেন’। এছাড়াও সিঙ্গাপুরে আছেন বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী নেতা মির্জা আব্বাস এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমামও। আর সিঙ্গাপুরে প্রতিনিয়ত দুই দলের শীর্ষ নেতাদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বাংলা ইনসাইডার এরকম অন্তত তিনটি বৈঠকের ব্যাপারে নিশ্চিত তথ্য পেয়েছে। এসব বৈঠকের সবগুলোতেই তারেক জিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।’

ধারণা করা হচ্ছে যে, আন্দোলন বা নির্বাচনে জাতীয় পার্টিকে বিএনপির সঙ্গে নিয়ে আসা জন্যই এই বৈঠকগুলো অনুষ্ঠিত হচ্ছে। আর এ কারণেই তারেক জিয়ার নির্দেশে বিএনপির এই দুই নেতা উড়ে গেছেন সিঙ্গাপুরে। চিকিৎসা একটি উছিলা মাত্র। মূলত সিঙ্গাপুর ষড়যন্ত্র করা হচ্ছে জাতীয় পার্টিকে আওয়ামী লীগ থেকে আলাদা করার জন্য।’

জাতীয় পার্টি ২০০৮ সাল থেকেই আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ অবস্থায় আছে। তারা মহাজোটের অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছে। তবে সাম্প্রতিক সময়ে জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক ভালো নয়। জাতীয় পার্টি এখন বিএনপির মতই বিরোধী দলের ভূমিকা পালন করছে এবং জাতীয় পার্টির মধ্যে একটি অংশ সরকারবিরোধী অবস্থান আরও সোচ্চার করার পক্ষে মতামত রাখছে। যদিও রওশন এরশাদের নেতৃত্বাধীন মনে করছেন জাতীয় পার্টি আওয়ামী লীগের বাইরে গেলে অস্তিত্বহীন হয়ে পড়বে। এ কারণে রওশন এরশাদ আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা এবং আওয়ামী লীগের তত্ত্বাবধানেই আগামী নির্বাচনে অংশগ্রহণ করার পক্ষে। কিন্তু সিঙ্গাপুর ষড়যন্ত্রে রওশন এরশাদপস্থিদের জন্য দুঃসংবাদ অপেক্ষা করছে বলেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। সিঙ্গাপুরে মূলত আন্দোলন অথবা নির্বাচন যেটিই করা হোক না কেন বিএনপি এবং জাতীয় পার্টি একসঙ্গে করতে পারে কিনা তা নিয়ে দর কষাকষি চলছে।’

বিএনপিকে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো নির্বাচনে যাওয়ার পরামর্শ দিয়েছে। এই নির্বাচনে বিএনপি এবার জামাতকে সঙ্গে নেবে না আন্তর্জাতিক চাপের কারণেই। বিএনপি এবং জাতীয় পার্টি যদি আলাদাভাবে নির্বাচন করে তাহলে আওয়ামী লীগের জয় সুনিশ্চিত। আর এ কারণেই জাতীয় পার্টিকে সাথে নিয়ে নির্বাচনের মাঠে আওয়ামী লীগকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চায় বিএনপি। তবে কোনো কোনো রাজনৈতিক বিশ্লেষক এই ধরনের বক্তব্য নাকচ করে দিয়েছেন। তারা বলছেন, বিএনপি এত সহজে নির্বাচনের পথে যাবে না। বরং সিঙ্গাপুরে জাতীয় পার্টিকেও নির্বাচনের বাইরে নিয়ে আসার জন্য দেনদরবার করা হচ্ছে। এরকম সিদ্ধান্ত যদি জাতীয় পার্টি শেষ পর্যন্ত গ্রহণ করে তাহলে জাতীয় পার্টি কিভাবে লাভবান হতে পারে সে বিষয়েও দরকষাকষি চলছে। তবে একটি অসমর্থিত সূত্র বাংলা ইনসাইডারকে জানিয়েছে, সিঙ্গাপুর ষড়যন্ত্র আসলে শেখ হাসিনাকে বাদ দিয়ে একটি অনিদিষ্ট মেয়াদে জাতীয় সরকার গঠনের পরিকল্পনা। এই পরিকল্পনাটি পশ্চিমা দেশ কর্তৃক প্রণীত এবং এই পরিকল্পনার বিস্তারিত আলাপ-আলোচনার জন্যই সিঙ্গাপুরে গেছেন বিএনপি এবং জাতীয় পার্টির নেতারা। শুধু এই দুই নেতা না, অন্তত তিনটি দেশের কূটনীতিকরাও তাদের দেশের নির্দেশনা অনুযায়ী বিএনপি এবং জাতীয় পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করছেন। তবে সিঙ্গাপুরে যাই হোক না কেন সেটি একটি ষড়যন্ত্রের অংশ তা নিয়ে কারও কোনো সন্দেহ নেই। চিকিৎসা নয় বরং সিঙ্গাপুর ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের রাজনীতির গতি-প্রকৃতি নিয়ন্ত্রণের একটা চেষ্টা চলছে। এখন দেখার বিষয় সেই চেষ্টা সফল হয় কিনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিঙ্গাপুর ষড়যন্ত্র: বিএনপি-জাপা ঐক্য

আপডেট সময় : ০৬:৪৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩

নিজস্ব প্রতিবেদক: বিএনপি এবং জাতীয় পার্টির একাধিক শীর্ষ নেতা এখন সিঙ্গাপুরে অবস্থান করছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু দুজনেই এখন সিঙ্গাপুরে অবস্থান করছেন’। এছাড়াও সিঙ্গাপুরে আছেন বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী নেতা মির্জা আব্বাস এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমামও। আর সিঙ্গাপুরে প্রতিনিয়ত দুই দলের শীর্ষ নেতাদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বাংলা ইনসাইডার এরকম অন্তত তিনটি বৈঠকের ব্যাপারে নিশ্চিত তথ্য পেয়েছে। এসব বৈঠকের সবগুলোতেই তারেক জিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।’

ধারণা করা হচ্ছে যে, আন্দোলন বা নির্বাচনে জাতীয় পার্টিকে বিএনপির সঙ্গে নিয়ে আসা জন্যই এই বৈঠকগুলো অনুষ্ঠিত হচ্ছে। আর এ কারণেই তারেক জিয়ার নির্দেশে বিএনপির এই দুই নেতা উড়ে গেছেন সিঙ্গাপুরে। চিকিৎসা একটি উছিলা মাত্র। মূলত সিঙ্গাপুর ষড়যন্ত্র করা হচ্ছে জাতীয় পার্টিকে আওয়ামী লীগ থেকে আলাদা করার জন্য।’

জাতীয় পার্টি ২০০৮ সাল থেকেই আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ অবস্থায় আছে। তারা মহাজোটের অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছে। তবে সাম্প্রতিক সময়ে জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক ভালো নয়। জাতীয় পার্টি এখন বিএনপির মতই বিরোধী দলের ভূমিকা পালন করছে এবং জাতীয় পার্টির মধ্যে একটি অংশ সরকারবিরোধী অবস্থান আরও সোচ্চার করার পক্ষে মতামত রাখছে। যদিও রওশন এরশাদের নেতৃত্বাধীন মনে করছেন জাতীয় পার্টি আওয়ামী লীগের বাইরে গেলে অস্তিত্বহীন হয়ে পড়বে। এ কারণে রওশন এরশাদ আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা এবং আওয়ামী লীগের তত্ত্বাবধানেই আগামী নির্বাচনে অংশগ্রহণ করার পক্ষে। কিন্তু সিঙ্গাপুর ষড়যন্ত্রে রওশন এরশাদপস্থিদের জন্য দুঃসংবাদ অপেক্ষা করছে বলেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। সিঙ্গাপুরে মূলত আন্দোলন অথবা নির্বাচন যেটিই করা হোক না কেন বিএনপি এবং জাতীয় পার্টি একসঙ্গে করতে পারে কিনা তা নিয়ে দর কষাকষি চলছে।’

বিএনপিকে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো নির্বাচনে যাওয়ার পরামর্শ দিয়েছে। এই নির্বাচনে বিএনপি এবার জামাতকে সঙ্গে নেবে না আন্তর্জাতিক চাপের কারণেই। বিএনপি এবং জাতীয় পার্টি যদি আলাদাভাবে নির্বাচন করে তাহলে আওয়ামী লীগের জয় সুনিশ্চিত। আর এ কারণেই জাতীয় পার্টিকে সাথে নিয়ে নির্বাচনের মাঠে আওয়ামী লীগকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চায় বিএনপি। তবে কোনো কোনো রাজনৈতিক বিশ্লেষক এই ধরনের বক্তব্য নাকচ করে দিয়েছেন। তারা বলছেন, বিএনপি এত সহজে নির্বাচনের পথে যাবে না। বরং সিঙ্গাপুরে জাতীয় পার্টিকেও নির্বাচনের বাইরে নিয়ে আসার জন্য দেনদরবার করা হচ্ছে। এরকম সিদ্ধান্ত যদি জাতীয় পার্টি শেষ পর্যন্ত গ্রহণ করে তাহলে জাতীয় পার্টি কিভাবে লাভবান হতে পারে সে বিষয়েও দরকষাকষি চলছে। তবে একটি অসমর্থিত সূত্র বাংলা ইনসাইডারকে জানিয়েছে, সিঙ্গাপুর ষড়যন্ত্র আসলে শেখ হাসিনাকে বাদ দিয়ে একটি অনিদিষ্ট মেয়াদে জাতীয় সরকার গঠনের পরিকল্পনা। এই পরিকল্পনাটি পশ্চিমা দেশ কর্তৃক প্রণীত এবং এই পরিকল্পনার বিস্তারিত আলাপ-আলোচনার জন্যই সিঙ্গাপুরে গেছেন বিএনপি এবং জাতীয় পার্টির নেতারা। শুধু এই দুই নেতা না, অন্তত তিনটি দেশের কূটনীতিকরাও তাদের দেশের নির্দেশনা অনুযায়ী বিএনপি এবং জাতীয় পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করছেন। তবে সিঙ্গাপুরে যাই হোক না কেন সেটি একটি ষড়যন্ত্রের অংশ তা নিয়ে কারও কোনো সন্দেহ নেই। চিকিৎসা নয় বরং সিঙ্গাপুর ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের রাজনীতির গতি-প্রকৃতি নিয়ন্ত্রণের একটা চেষ্টা চলছে। এখন দেখার বিষয় সেই চেষ্টা সফল হয় কিনা।