কুড়িগ্রামে পাম্পের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে গৃহবধূর মৃত্যু
- আপডেট সময় : ০৮:৫৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩ ১২৫ বার পড়া হয়েছে
কুড়িগ্রাম সংবাদদাতা: কুড়িগ্রামে পাম্পের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আফরোজা বেগম (৪২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটে আজ (২৯ আগষ্ট) মঙ্গলবার সকালে উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা গ্রামে। নিহত আফরোজা উক্ত এলাকার শাহ আলম মিয়ার স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক অফিসার (অতিরিক্ত) ডা. জেরিন ফাহমিদা।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, আজ সকালে গোয়াল ঘর পরিস্কারের জন্য শাহআলম মিয়া তার স্ত্রীকে পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে বলেন, এসময় পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে গুরুতর অসুস্থ হন আফরোজা বেগম। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
নিহত আফরোজা বেগম তিন কন্যা ও এক ছেলের জননী।
উলিপুর থানা অফিসার্স ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, ‘এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। লাশ হস্তান্তর করা হয়েছে নিহতের পরিবারেরকাছে।