সংবাদ শিরোনাম ::
খুবিতে প্রথমবর্ষের কোর্স রেজিস্ট্রেশন শুরু হচ্ছে আগামীকাল
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৩২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩ ১৪২ বার পড়া হয়েছে
খুলনা সংবাদদাতা: খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের প্রথমবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের কোর্স রেজিস্ট্রেশন আগামীকাল ৩০ আগস্ট শুরু হচ্ছে। এর আগে গত ১৬ আগস্ট থেকে তাদের প্রথম বর্ষের প্রথম টার্মের ক্লাস শুরু হয়।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আগামীকাল থেকে শুরু হওয়া এই রেজিস্ট্রেশন চলবে আগামী ০৫ সেপ্টেম্বর পর্যন্ত। এছাড়াও জরিমানাসহ ১৪ সেপ্টেম্বর পর্যন্ত কোর্স রেজিস্ট্রেশন করা যাবে। পরীক্ষা সংক্রান্ত প্রস্তুতিমূলক ছুটি থাকবে ১২ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত। পরীক্ষা গ্রহণ ২৬ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত।
উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয়ে সকল বর্ষের ও সকল বিভাগের ক্লাস-পরীক্ষা একই একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী একই সাথে অনুষ্ঠিত হয়। এর আগে গত ৯ জুলাই থেকে সকল বর্ষের এবং সকল ডিসিপ্লিনের ক্লাস একই দিনে শুরু হয়।