গুরুদাসপুরে জাতীয় আইনগত সহায়তা শীর্ষক আলোচনা সভা
- আপডেট সময় : ০৮:৫০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩ ৭০ বার পড়া হয়েছে
গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা: নাটোরের গুরুদাসপুরে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনা মূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’ এই প্রতিপাদ্যে গুরুদাসপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় আইনগত সহায়তা এর তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনা মূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’ এই প্রতিপাদ্যে মঙ্গলবার (২৯ আগষ্ট) বিকেল ৫টার সময় গুরুদাসপুর উপজেলা মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা এর তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ আগষ্ট) বিকেল ৪টার সময় গুরুদাসপুর উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়ের সঞ্চাচলনায় লিগেল এইডের গুরুদাসপুর উপজেলা শাখার সভাপতি মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নাটোর লিগেল এইডের চেয়ারম্যান সিনিয়র জেলা দায়রা জজ মোঃ শরিফ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা দায়রা জজ মোঃ মাইনুদ্দিন, অতিরিক্ত চীপ জুডিশিয়াল ম্যাজিট্্েরট মোঃ রওশন আলম, যুগ্ম জেলা ও দায়রা জজ শামসুল আল আমিন, সিনিয়র সহকারী জজ জেলা লিগেল এইড অফিসার ইসমত আর তুশি, সহকারী জজ মোঃ আশরাফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার লিপি, উপজেলা সহকারী কমিশনার ভুমি মেহেদী হাসান শাকিল, গুরুদাসপুর থানার ওসি মনোয়ারুজ্জামান, বিভিন্ন ইউপি চেয়ারম্যান ইউপি সদস্য সংরক্ষিত সদস্য, ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ নানা শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, অসহায়দের আইনি সহযোগিতার গুরুত্ব তুলে ধরে গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন। লিগেল এইডের প্রচার প্রচারণা এবং আইনি সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রধান বক্তা বঙ্গবন্ধু এবং জননেত্রী শেখ হাসিনার এই বিষয়ে অবদানের কথা তুলে ধরে মামলা জট কমানো আর্থনৈতিক ক্ষতি ও হয়রানী দুর করার বিষয়ে আলোচনা করেন।