চাটখিলে ইসলামী ব্যাংকের উদ্যোগে ১২শ পরিবারের মাঝে গাছের চারা বিতরণ
- আপডেট সময় : ০৫:৪৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩ ৭২ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, চাটখিল শাখার উদ্যোগে বিভিন্ন বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।গাছ লাগিয়ে যত্ম করি, সুস্থ প্রজম্মের দেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে পল্লী উন্নয়ন প্রকল্পের ১২শ সদস্যের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
মঙ্গলবার (২৯ আগস্ট) বিকালে ইসলামী ব্যাংক চাটখিল শাখায় বৃক্ষ বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইসলামী ব্যাংক চাটখিল শাখার ব্যাবস্থাপক এ কে এম গিয়াস উদ্দীনের সভাপতিত্বে ও প্রজেক্ট অফিসার মো:দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে গাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা কৃষি কর্মকর্তা মো: জুনাইদ আলম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাটখিল কামিল মাদ্রাসার গভর্নিং বডির ভাইস চেয়ারম্যান সাংবাদিক মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার এন্ড ম্যানেজার অপারেশন্স মোহাম্মদ মোস্তাফিজ শাহ।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন ব্যাংকের সিনিয়র ফিল্ড অফিসার মো: জহির উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে বাজারের ব্যবসায়ী, সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।