টেকনাফে মাদক কেনার টাকা না পেয়ে নিজের বাবাকে খুন
- আপডেট সময় : ০৬:০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩ ১২১ বার পড়া হয়েছে
কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজারের টেকনাফে মাদক কেনার টাকা না পেয়ে পিতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। অভিযুক্ত ছেলের নাম মো. পারভেজ (২২)। নিহত বশির আহমদ (৫০) টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়ার ঠাণ্ডা মিয়ার ছেলে।
মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, নিহত বশির আহমদের সঙ্গে বড় ছেলে মো. পারভেজ নেশার টাকার জন্য প্রায়সময় ঝগড়া করতো বলে জেনেছি। আজ পারভেজ আবারও টাকা চাইতে গেলে টাকা না পেয়ে তার পিতার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে পারভেজ ঘরের ভেতরে ঢুকে ছুরিকাঘাত করে তার পিতাকে খুন করে। পরে আমি পুলিশকে ঘটনাটি অবগত করেছি।
টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন মজুমদার জানান, মৌলভীপাড়া এলাকায় বশির আহমদ নামে একব্যক্তিকে তার সন্তান ছুরিকাঘাত করে। বিষয়টি জানার পর ঘটনাস্থলে যাওয়ার আগে অভিযুক্ত পারভেজ পালিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন।