ভূরুঙ্গামারীতে আবারও বাড়ছে দুধকুমার নদের পানি, দুশ্চিন্তায় আমন চাষিরা
- আপডেট সময় : ১১:২৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩ ৮৬ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) সংবাদদাতা: টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা আহাড়ি ঢলে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সব কটি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গত কয়েক দিনে দুধকুমার নদের পানি ৯০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৭ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে আবারও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে আমন ধানের আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা।
মঙ্গলবার (২৯ আগস্ট ) সকালে সরেজমিনে গিয়ে দেখাযায়, উপজেলার ধুদকুমার, ফুলকুমার, কালজানি ও সংকোষসহ সব কটি নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বৃষ্টিতে খাল-বিল পানিতে টইটুম্বর হয়ে গেছে। নদীর তীরবর্তী
নীচু এলাকায় পানি ঢুকেছে। এতে রোপনকৃত আমন ধানের খেত পানিতে তলিয়ে গেছে।
পাউবো কুড়িগ্রাম কন্ট্রোল রুম সূত্রে জানাগেছে, মঙ্গলবার ( ২৯ আগস্ট ) সকাল ৯টায় দুধকুমার নদীর পানি ভূরুঙ্গামারীর পাটেশ্বরী পয়েন্টে বিপদ সীমার ৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পাইকেরছড়া ইউনিয়নের কৃষক আমজাদ হোসেন জানান তার ৩ বিঘা জমির আমন ধান পানিতে তলিয়ে গেছে। দ্রুত পানি না নামলে ধান গাছ পঁচে নষ্ট হয়ে যাবে।
সোনাহাট সেতু পাড়ের ব্যবসায়ী ফরিদুল ইসলাম বলেন, গত কয়েক দিন থেকে দুধকুমার নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। নদী পানি দিয়ে ভরে গেছে।
চর ভূরুঙ্গামারী ইউপিয়নের ইসলামপুর ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য কামাল হোসেন জানান, গত তিন দিন থেকে দুধকুমার নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। অনেক কৃষকের ধান পানিতে তলিয়ে গেছে।
পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, দুইদিন থেকে দুধকুমার নদের পানি খুবই বৃদ্ধি পাচ্ছে। এভাবে পানি বৃদ্ধি পেতে থাকলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। নদী ভাঙ্গন দেখা দিতে পারে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, বৃষ্টি ও উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমা ওপর দিয়ে প্রবাহিত হলেও অন্যান্য নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমারের পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছানোর আশঙ্কা রয়েছে।