সংবাদ শিরোনাম ::
ভোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৪৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩ ২৩ বার পড়া হয়েছে
ভোলা সংবাদদাতা: ভোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হেজু মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হেজু মিয়া ওই গ্রামের কাজিমুদ্দিন হাওলাদার বাড়ির আব্দুল মালেকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে হেজু মিয়া তার বাড়ির সামনের রাস্তার পাশে সুপারি গাছ কাটছিলেন। এ সময় সুপারি গাছ বিদ্যুতের তারের ওপর পরে। একক পর্যায়ে তিনি বিদ্যুতের তার থেকে সুপারি গাছ নামানোর সময় বিদ্যৎস্পৃষ্ট হয়ে নীচে পরে মাথায় প্রচণ্ড আঘাত পান। এতে ঘটনাস্থলেই হেজু মারা যান।
বোরহানউদ্দিন থানার ওসি মোঃ মনির হোসেন মিয়া খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।