সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের আয়োজনে শোক ও স্বরণ সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:৩৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩ ৩১ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জ সংবাদদাতা: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে শোক ও স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (২৯ আগস্ট) এস.এস রোডস্থ বাংলাদেশ আওয়ামীলীগ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডঃ কেএম হোসেন আলী হাসান ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদারের আহবানে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সম্মুখে আয়োজিত শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,বাংলাদেশ আওয়ামিলীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এ,এইচ,এম, খায়রুজ্জামান লিটন।
অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদকএস,এম,কামাল হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ -৬ ও বাংলাদেশ আওয়ামিলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা,বাংলাদেশ আওয়ামিলীগ সিরাজগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু ইউসুফ সুর্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইসাহাক আলী,
সিরাজগঞ্জ ও কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মো: হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনের জাতীয় সংসদ সদস্য ও সেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় নেতা প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি,সিরাজগঞ্জ -৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ,সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা, বিমল কুমার দাস সহ-সভাপতি মুক্তিযোদ্ধা ফিরোজ ভুইয়া,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডঃ আব্দুর রহমান, সাবেক এমপি সেলিনা বেগম স্বপ্না সহ বিভিন্ন উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, জাতির পিতার স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে সকল নেতাকর্মীদের কে একসাথে কাজ করতে হবে। ১৫ আগস্ট এর শোককে শক্তিতে পরিণত করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে নেতাকর্মীদেরকে নিয়ে একসাথে কাজ করতে হবে। বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখতে বাংলাদেশ আওয়ামীলীগ বদ্ধপরিকর।