কাজিপুরে প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ ও ফুলের চারা বিতরণ
- আপডেট সময় : ০৫:০৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩ ৬৩ বার পড়া হয়েছে
কাজিপুর (সরাজগঞ্জ) সংবাদদাতা: কৃষ্ণচূড়া, জারুল, সোনালু, পলাশ, নিম শোভা আর বকুল, বেলী, গন্ধরাজ ঘ্রাণে বেড়ে উঠুক আগামী ভবিষ্যৎ” শীর্ষক প্রতিপাদ্যে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলায় মোট ২৩৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০০০ এর অধিক গাছ বিতরণ করা হয়েছে।
বুধবার বেলা ১১ টায় বিতরণ উপলক্ষ্যে কাজিপুর উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু রায়হান কবির, উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, জেলা শিক্ষা কর্মকর্তা এস এম আব্দুর রহমান , উপজেলা শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান,ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন ও বন কর্মকর্তা কামরুজ্জামান বক্তব্য রাখেন।
ইউএনও বলেন, লাল কৃষ্ণচূড়া ও পলাশ, বেগুনী জারুল আর হলুদ সোনালু শোভায় শিশুরা বিদ্যালয়ে দৌড়ে এসে বিশুদ্ধ নিমতলায় বেলী, গন্ধরাজ আর বকুল ঘ্রাণে পাঠগ্রহণ করবে। পুলকিত মনে বিকশিত হবে আগামী প্রজন্ম।
সেই সাথে প্রতিটি বিদ্যালয়ে গাছের স্বাস্থ্য তথ্য (হেল্ফ কার্ড) বিতরণ করা হয়েছে। এই হেল্ফ কার্ড গাছগুলোর স্বাস্থ্য ও যত্ন নিশ্চিতে সহায়ক হবে।
পরে অতিথিবৃন্দ প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাঝে কৃষ্ণচুড়া, জারুল, সোনালী ,পলাশ, নিম, বকুল, বেলী, গন্ধরাজসহ মোট ৮টি করে চারা বিতরণ করেন।