নওগাঁয় র্যাবের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক
- আপডেট সময় : ১০:১৯:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩ ২৮ বার পড়া হয়েছে
নওগাঁ সংবাদদাতা: নওগাঁর ধামইরহাটের মঙ্গলবাড়ী এলাকা হতে ১৩০ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ সোহেল রানা (৩৮) নামে ০১ জন মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব। আটককৃত সোহেল রানা জয়পুরহাট জেলার সদও থানার পেচুলিয়া গ্রামের মৃত আব্দুল মজিদেও ছেলে।
আজ বুধবার সকালে র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট র্যাব ক্যাম্প।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহী, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে আট ঘটিকায় নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন মঙ্গলবাড়ী এলাকা হতে ১৩০ পিস ট্যাপেন্টাডলসহ সোহেল রানাকে হাতেনাতে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে র্যাব জানায় আরও জানায়, সে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য ট্যাপেন্টাডল জয়পুরহাট ও নওগাঁ জেলার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে পরবর্তীতে জয়পুরহাট ও নওগাঁ জেলার মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার ধামইরহাট থানায় একটি মামলা রুজু করা হয়েছে।