ফ্লোরিডায় ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ইডালিয়া
- আপডেট সময় : ০৪:০৪:২২ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩ ৩৩ বার পড়া হয়েছে
বাংলা পোর্টাল ডেস্ক: ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ইডালিয়া’। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উপকূলীয় অঞ্চলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী এই ঘূর্ণিঝড়। মঙ্গলবার সকালের দিকে মেক্সিকো উপসাগরে আঘাত আনে। স্থানীয় সময় বুধবার শুরুর দিকে ক্যাটাগরি-৪ শক্তিশালী ঝড় স্থলভাগে আঘাত হানতে যাচ্ছে।
মার্কিন আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানা গেছে। সেই হিসেবে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে রাজ্য প্রশাসন। কয়েকটি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার।
দেশটির জাতীয় হ্যারিকেন সেন্টার এনএইচসি জানিয়েছে, রাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টায় ঘূর্ণিঝড় ইডালিয়া টাম্পার পশ্চিম-দক্ষিণপশ্চিম থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। ২৬ কিলোমিটার বেগে উত্তরের দিকে এগোচ্ছিল। ফ্লোরিডায় উপকূলীয় অঞ্চলে আঘাত আনার আগে এর তীব্রতা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ইডালিয়ার গতিসীমা সর্বোচ্চ আকার ধারণ করবে, কমপক্ষে ১১১ মাইল প্রতি ঘণ্টা (১৭৯ কিলোমিটার) গতি বেগে বয়ে যাবে’।
ইডালিয়া মোকাবিলায় ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস ন্যাশনাল গার্ডদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। ঝড়ের ভয়াবহতা মোকাবিলায় ফ্লোরিডা, উত্তর ও দক্ষিণ ক্যারোলিনা এবং জর্জিয়ায় ইতোমধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে রাজ্য সরকার। ফ্লোরিডার ঝুঁকিপূর্ণ তীরবর্তী বাসিন্দাদের সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।’
রাজ্যের ৬৭টি কাউন্টির ২৮টি ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজন সরিয়ে নেয়া হচ্ছে। কিছু কিছু জায়গায় ১০ থেকে ১৫ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে। জর্জিয়াসহ আরও কয়েকটি স্থানে ৪ থেকে ৮ ইঞ্চি পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। অনেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। বাড়ি-ঘরের দরজায় বালুর বস্তা রাখাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বাসিন্দার।’
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘূর্ণিঝড়ের খোঁজ রাখছেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ। উদ্ধার তৎপরতায় অতিরিক্ত জরুরি পরিষেবার সদস্য নামানো হয়েছে।
সূত্র: রয়টার্স