নির্বাচন বাধাগ্রস্ত করার শক্তি কারো নেই: কামরুল ইসলাম
- আপডেট সময় : ১০:৪৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩ ৮৪ বার পড়া হয়েছে
কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা: আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এ্যাভোকেট কামরুল ইসলাম বলেন নির্বাচন বাধাগ্রস্ত করার শক্তি কারো নেই। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস স্বরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ডিজিটাল বাংলাদেশের ফল আমরা সবাই ভোগ করতেছি। এখন আমরা স্মার্ট বাংলাদেশ বির্নিমানে কাজ করছি। আর বিএনপির বলে টেইক ব্যাক বাংলাদেশ। তারা দেশের উন্নয়ন অগ্রগতি চায়না।বাংলাদেশকে তারা পিছনের দিকে ফিরিয়ে নিতে চায়। গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। গণতন্ত্র, আদালত, আইন ও সংবিধানের বিরুদ্ধে তারা। তারা কিছুই মানতে চায় না। ২০০৬ সালের তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের জন্য এসে দুই বছর ছিল। তারা কতইনা নিপীড়ন ও নির্যাতন চালিয়েছিল। তত্ত্বাবধায়ক সরকারের আমলে শেখ হাসিনা ১১ মাস কারাগারে ছিল। খালেদা জিয়া ও তত্ত্বাবধায়ক সরকারের মামলায় এখন সাজাপ্রাপ্ত। সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উঠে গেছে। দেশে আর কোন দিন তত্ত্বাবধায়ক সরকার আসবে না। তারা তা মানতে চায় না। তারা আবার তত্ত্বাবধায়ক সরকার দেশে প্রতিষ্ঠা করতে চায়। আমাদের পরিষ্কার কথা সংবিধান অনুযায়ী নির্বাচন হবে নির্বাচনকালীন সরকার হবে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা। নির্বাচন বানচাল করার ক্ষমতা কারো নেই। আর শেখ হাসিনার অধীনেই সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হবে।
গতকাল ৩০ আগস্ট (বুধবার) রামেরকান্দা ইস্পাহানী সরকারী কলেজ মাঠে মডেল থানা যুবলীগের আহ্বায়ক মনির হোসেন এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মডেল থানা আ’লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম ও সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, চেয়ারম্যান হাজী হাবিবুর রহমান, সহ-সভাপতি শফিউল আজম খান বারকু, সোলাইমান জামান,কালিন্দী ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান মোস্তান, সাবেক ঢাকা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইয়ামিন ও জিলহজ্ব প্রমুখ। অবশেষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।