সংবাদ শিরোনাম ::
সিরাজগঞ্জ নৌ পুলিশের অভিযানে অবৈধ কারেন্টজাল পুড়িয়ে ধ্বংস
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩ ৫১ বার পড়া হয়েছে
সেলিম রেজা স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ নৌ পুলিশের বিশেষ অভিযানে শাহজাদপুরের ধলাই নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী পুড়িয়ে ধ্বংস করা হয়েছে’।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল দশটা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা এলাকায় সিরাজগঞ্জ নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।’
অভিযানে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ৯ হাজার মিটার চায়না দোয়ার জব্দ করা হয়। দুপুর ১টায় রাউতারা সুইচগেট এলাকায় স্থানীয় জনতা এবং সাংবাদিকদের উপস্থিতিতে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান শেষে এসআই আরিফুল ইসলাম সাংবাদিকদের জানান, বিশেষ সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। তিনি আরো বলেন, দেশীয় মৎস সম্পদ রক্ষার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।,