সংবাদ শিরোনাম ::
গৃহকর্মী নিচ্ছে দক্ষিণ কোরিয়া, বেতন ২ লাখ ৮৪ হাজার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৩৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩ ৮৮ বার পড়া হয়েছে
বাংলা পোর্টাল ডেস্ক: সম্প্রতি গৃহকর্মী নেওয়ার অনুমোদন দিয়েছে দক্ষিণ কোরিয়া। রয়টার্স জানায়, একটি পাইলট প্রোগ্রামের আওতায় প্রথমে ১০০ জন গৃহকর্মী নেবে দেশটি।
দেশটির জনসংখ্যা বাড়াতে নাগরিকদের যেন ঘরের কাজে বেশি সময় না দিতে হয় সে কারণে এই প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে।’
আগামী ডিসেম্বর থেকে গৃহকর্মীদের এ নিয়োগ শুরু হবে। বাংলাদেশি টাকায় এ গৃহকর্মীদের বেতন হবে প্রায় ২ লাখ ৮৪ হাজার ৯০০ টাকা’।
মূলত জন্মহারের পতন এবং বয়স্ক মানুষের সংখ্যা বাড়ার কারণে কর্মী সংকটে পড়েছে দক্ষিণ কোরিয়া। দীর্ঘমেয়াদি এই সংকট হ্রাসের সবচেয়ে কার্যকর পন্থা জন্মহার বৃদ্ধি।
সরকারি নীতিনির্ধারকরা মনে করছেন, কর্মজীবী নারীদের সহায়তা করতে পারেন গৃহকর্মীরা। বাসায় সার্বক্ষণিক গৃহকর্মী থাকলে সন্তান লালনপালন ও কর্মসংস্থান-উভয় চালিয়ে নেওয়া নারীদের জন্যও সুবিধাজনক হবে।”