সিজেকেএস সেপাক টাকরো লিগ ২০২২-২৩ শুরু
- আপডেট সময় : ০৭:৫৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩ ২৩৬ বার পড়া হয়েছে
চট্টগ্রাম সংবাদদাতা: চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও সিজেকেএস সেপাকটাকরো কমিটির আয়োজনে, সিজেকেএস সেপাক টাকরো লিগ ২০২২-২৩
আজ শুক্রবার (১-সেপ্টেম্বর) সকাল ১০ টায় সিজেকেএস প্রশিক্ষণ মাঠে শুরু হয়।
আ.জ.ম নাছির উদ্দীন বলেন, সেপাকটাকরো একটি নতুন খেলা তাই আমার দক্ষ প্রশিক্ষক এর মাধ্যমে প্রতিটি স্কুল ও কলেজ জেলা ক্রীড়া অফিসার এর সহযোগী তাই ক্রীড়া অনুরাগী দের প্রশিক্ষণ প্রদান করাব। আমারাই প্রথমে জাতীয় সকল ইভেন্ট পরিচালনা করে থাকি। আমি ধন্যবাদ জানাই ম্যাচ পরিচালক ও রেফারি দের।
উদ্বোধন করেন চট্টগ্রামের সাবেক মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস সেপাক টাকরো কমিটির চেয়ারম্যান নোমন আল মাহমুদের সভাপতিত্বে ও নির্বাহী কমিটির সদস্য হাসান মুরাদ বিপ্লব এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিজেকেএস সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশন এর যুগ্ম সম্পাদক ও সিজেকেএস সেপাক টাকরো কমিটির ভাইস চেয়ারম্যান মোঃ লুৎফুল করিম সোহেল, সিজেকেএস নির্বহী সদস্য সৈয়দ আবুল বশর, নাসির মিঞা, সিজেকেএস কাউন্সিলর আক্তারুজ্জামান, প্রবীণ কুমার ঘোষ, মুজিবুর রহমান, ডা. তিমির বরণ চৌধুরী, সাইফুল আলম খাঁন, আলী হাসান রাজু, সৈয়দ নূর নবী লিটন, মো: জাহেদ হোসেন, চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশন এর সম্পাদক আব্দুল হান্নান মিরণ। সিজেকেএস সেপাক টাকরো কমিটির যুগ্ম সম্পাদক এস এম গিয়াস উদ্দীন বাবর, সাইফুল্যা মুনির, সদস্য নিজাম উদ্দিন নিজু, আল হাসান মঞ্জুর, মোহাম্মদ গোলাম মাওলা, জিলহাজ উদ্দিন প্রমুখ।
আজকের ১ম রাউন্ডের খেলায় ৪ টি দল সেমিফাইনালে উন্নীত হয়।
আগামীকাল ২-সেপ্টেম্বর সকাল ১০ টায় ১ম সেমিফাইনালে মুক্ত বিহঙ্গ বনাম বাকলিয়া একাদশ জুনিয়র এবং ২য় সেমিফাইনালে উল্লাস ক্লাব বনাম ইয়ং স্টার ব্লুজ পরস্পর মোকাবেলা করবে। ৩য় স্থান নির্ধরণী ম্যাচ সকাল ১১.০০টায় ও ফাইলা খেলা ১২.০০টায় অনুষ্ঠিত হবে।