সুবিদা বঞ্চিত পথ শিশুদের মাঝে লায়ন ইউসুফ আলী মাসুদের খাবার বিতরণ
- আপডেট সময় : ০২:৩০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩ ৭৫ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ সংবাদদাতা: পহেলা সেপ্টেম্বর শুক্রবার জুম্মা নামাজ শেষে নারায়ণগঞ্জ রেল স্টেশনে থাকা অসহায় সুবিধা বঞ্চিত পথ শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন বিশিষ্ট ব্যবসায়ী মানবতার ফেরিওয়ালা লায়ন মোহাম্মদ ইউসুফ আলী মাসুদ।
বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক ও মানবতার ফেরিওয়াল লায়ন মোহাম্মদ ইউসুফ আলী মাসুদ নারায়ণগঞ্জ শহরের লঞ্চ টার্মিনাল , বাস টার্মিনাল ও রেল স্টেশনে থাকা অসহায় সুবিধা বঞ্চিত পথ শিশুদের মাঝে খাবার বিতরণ কালে
তিনি বলেন এতিম অসহায় সুবিধা বঞ্চিতদের খাওয়ালে আল্লাহ খুশি হন। আর শিশুরা হলো আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ তাই সরকারের পাশাপাশি সমাজের প্রত্যাকটি বিত্তবানরা এগিয়ে আসলে পথ শিশু মুক্ত সুন্দর নারায়ণগঞ্জ হবে ইনশাআল্লাহ। তবে সাংবাদিক ইউসুফ আলী প্রধান একটি মানবিক কাজ করছেন নিশ্চয়ই আল্লাহ তার উত্তম প্রতিদান দিবেন।
এসময় শাহ আলী,ফয়সাল, জনি,রুবেল, মেরাজ, বাবু, খোকন, পারভেজ, মৌসুমি, নাসরিন, আকলিমা, রায়হান, সজল, বাদশা, নবাব, কালু, জসিম,খাদিজা এরা সবাই বলে ইউসুফ স্যার আইজকা আমরা পেট ভরে খামু এই বলে খুশিতে আত্মহারা।