নড়াইলের সাংবাদিক সাথী তালুকদারের মৃত্যুতে বিএমএসএফ’র শোক প্রকাশ
- আপডেট সময় : ০৭:২৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩ ৮৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: নড়াইলের সিনিয়র সাংবাদিক ও আলোকিত নড়াইলের সম্পাদক সাথী তালুকদার (৫৪) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। ঢাকায় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার বিকেলে তিনি মারা যান।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে নড়াইল থেকে এ্যাম্বুলেন্সযোগে রাত ১২টার দিকে তাকে ঢাকায় এনে হৃদরোগ হাসপাতালে ভর্তি করা হয়।
মৃত্যুর আগে শুক্রবার দুপুরে তার ছেলের সাথে কথা হলে তিনি এ প্রতিবেদককে জানিয়েছিলেন, ডাক্তাররা তার বাবার শারীরিক অবস্থা খারাপ দেখে দ্রুত একটি রিং স্থাপন করার কথা জানান। এতে প্রায় ২লাখ টাকা লাগবে বলে ডাক্তাররা জানিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত রিং স্থাপন করা হয়েছিল কিনা, তা জানা সম্ভব হয়নি।
এদিকে তার মৃত্যুতে শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএমএসএফ’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি আহমেদ আবু জাফর এবং সাধারণ সম্পাদক মেহেদী হাছান। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন।