বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি দখল নিতে হামলা
- আপডেট সময় : ১০:৪৭:২৬ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩ ১১৭ বার পড়া হয়েছে
বান্দরবান সংবাদদাতা: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে কাগজীখোলা (১নং ওয়ার্ড) এলাকায় এক অসহায় দরিদ্র পরিবারের ৫০ বছরের বসতবাড়ি দখলে নিতে হামলার অভিযোগ উঠেছে। গত ১৭ আগষ্ট বর্ণিত দূর্গম এলাকায় এ ঘটনা করার চেষ্টা চালায় প্রতিপক্ষরা।
সরেজমিনে ও অভিযোগসূত্রে জানা যায়, নাইক্ষছ্যংছড়ির ঈদগড় ২৮৩ নং মৌজার খাসজমি বন্দোবস্তোর আবেদন সূত্রে মোঃ আব্দুর রহিম, পিতা মৃত মোঃ কালু ৫ একর ২য় ও ৩য় শ্রেণির জায়গা চার ভাইয়ের ভাগের মধ্যে সে প্রায় এক একর ৩য় শ্রেণির পাহাড়বেষ্টিত জায়গায় গত ৫০ বছর ধরে ছেলে মেয়ে নিয়ে বসবাস করছে।
অভিযুক্তরা চকরিয়া কুটাখালীর বাসিন্দা তার সৎ ভাই মৃত মৌঃ আব্দুল হাকিমের পুত্র মোঃ ইমতিয়াজ (২২), জাবের আহমদ এর পুত্র শাহ আলম (৪০) শাহ জাহান (৩০) জহির আহমদ( ৪৭) গং কয়েকবার জায়গাগুলো দখলে নিতে হামলা হুমকি- ধামকি দিয়ে আসছে।
সর্বশেষ গত ১৭ আগস্ট উক্ত প্রতিপক্ষসহ অজ্ঞাত ১০/১২ জন ভাড়াটিয়া লোক নিয়ে বসত বাড়িতে হামলা করতে আসে। এতে বাড়ি থাকা ভুক্তভোগী বৃদ্ধ আব্দুর রহিম ও তার স্ত্রীকে ধাক্কাধাক্কি ও অশ্লীল ভাষায় গালি গালাজ করলে ডাকচিৎকার করলে পাশের লোক জড়ো হলে তারা পালিয়ে যায়, এতে তারা রক্ষা পায়।
এরকম আগে তারা আরও কয়েকবার হামলা করেছিল এবং আহত হওয়ার চিহ্ন শরীরে এখনও বহমান রয়েছে।
এ ব্যাপারে ভুক্তভোগী মোঃ আবদুল করিম ও তার স্ত্রী জানান, আমরা গরীব মানুষ। আমরা এখানে দীর্ঘদিন ধরে বসবাস করে আসতেছি। তারা আমাদের বার বার হামলা ও মিথ্যা মামলা দিয়ে ছেলেদেরকে ঘরছাড়া করছে। এখন আমাদের উপর বিভিন্নভাবে হুমকি ধামকি ও নির্যাতন করেছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় আছি।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি বাইশারী কাগজীখোলা পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোঃ শাখাওয়াত হোসেন জানান,এ বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয়
আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।