রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বানিজ্যিক জাহাজ এমভি অ্যাস্পেন
- আপডেট সময় : ০৪:৫৪:৫১ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩ ৭৬ বার পড়া হয়েছে
বাগেরহাট সংবাদদাতা: রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এমভি অ্যাস্পেন নামক একটি বানিজ্যিক জাহাজ। শনিবার (০২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় মোংলা বন্দরের হারবাড়িয়া ১১ নম্বরে নোঙ্গর করে ওই বানিজ্যিক জাহাজটি।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং এন্ড লজিষ্টিক লিমিটেড এর সহকারী ব্যবস্থাপক(খুলনা) খন্দকার রিয়াজুল হক জাহাজ নোঙ্গরের বিষয়টি নিশ্চিত করে জানান, গেল ৯ আগষ্ট ইন্দোনেশিয়ার মোয়ারা পান্তাই বন্দর থেকে ৪৫ হাজার ৮০০ মেট্রিক টন কয়লা নিয়ে ছেড়ে আসে জাহাজটি। চট্রগ্রাম বন্দরে ১৭ হাজার ৮ শত মেট্রিক টন কয়লা খালাস করে। লাইটার যোগে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে আনা হয়। বাকী ২৮ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে আজ মোংলা বন্দরের হারবাড়িয়া ১১ নম্বরে নোঙ্গর করে এমভি অ্যাস্পেন নামক জাহাজটি। হারবাড়িয়া থেকে কয়লা খালাস করে লাইটার যোগে পৌছনো হবে তাপ বিদ্যু কেন্দ্রের জেঠিতে।
এর আগে গেল ২৮ আগষ্ট রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩০ হাজার ৯৫০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরের এসেছিলো একটি বানিজ্যিক জাহাজ।