সিজেকেএস ভিশন শিপিং প্রিমিয়ার, ১ম ও ২য় বিভাগ হ্যান্ডবল লীগ ২০২৩ শুরু হবে সোমবার
- আপডেট সময় : ০৯:০৯:২৯ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩ ৭৮ বার পড়া হয়েছে
চট্টগ্রাম সংবাদদাতা: চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সিজেকেএস ভিশন শিপিং প্রিমিয়ার, ১ম ও ২য় বিভাগ হ্যান্ডবল লীগ ২০২৩ এম এ আজিজ স্টেডিয়াম মাঠে শুরু হবে।সোমবার (৪-সেপ্টেম্বর) সকাল ১০টায় সিজেকেএস ভিশন শিপিং প্রিমিয়ার হ্যান্ডবল লীগে মোট ১১ টি দল অংশগ্রহণ করবে।
বৃহস্পতিবার (৭-সেপ্টেম্বর) বিকাল ৩টায় সিজেকেএস ভিশন শিপিং ১ম বিভাগ হ্যান্ডবল লীগে মোট ১২ টি দল অংশগ্রহণ করবে।
শনিবার(৯-সেপ্টেম্বর) বিকাল ৩ টায় ২য় বিভাগ হ্যান্ডবল লীগ ২০২৩ সিজেকেএস ভিশন শিপিং ২য় বিভাগ হ্যান্ডবল লীগে মোট ১০ টি দল অংশগ্রহণ করবে।
এই লীগসমূহের সর্বমোট বাজেট নির্ধারণ করা হয়েছে সর্বমোট ৪,৫৩,০০০/- (চার লক্ষ তিপান্ন হাজার) টাকা। যার পুরোটাই পৃষ্ঠপোষক ভিশন শিপিং প্রদান করবে।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিতি ছিলেন, সিজেকেএস নির্বাহী সদস্য ও সিজেকেএস হ্যান্ডবল কমিটির চেয়ারম্যান সৈয়দ আবুল বশরের সভাপতিত্বে আজকের প্রেস ব্রিফিংয়ের লিখিত বক্তব্য পাঠ করেন সিজেকেএস হ্যান্ডবল কমিটির সম্পাদক আছলাম মোরশেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান ভিশন শিপিং এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: সালাউদ্দিন, পরিচালক জয়াশীষ দাশ। এসময় আরো উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি মো: হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, সিজেকেএস নির্বাহী সদস্য ও হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি আ.ন.ম ওয়াহিদ দুলাল, নির্বাহী সদস্য গোলাম মহিউদ্দিন হাসান, হাসান মুরাদ বিপ্লব, সিজেকেএস কাউন্সিলর ও হ্যান্ডবল কমিটির যুগ্ম সম্পাদক কলোল্ল দাশ, সিজেকেএস কাউন্সিলর মকসুদুর রহমান বুলবুল, মাহমুদুর রহমান মাহবুব, আকতারুজ্জামান, প্রবীণ কুমার ঘোষ, রায়হান উদ্দিন রুবেল, লুৎফুল করিম সোহেল, জাহেদ হোসেন, আবু জাহেদ, আলী হাসান রাজু, কাজী জসিম উদ্দীন, সৈয়দ নূর নবী লিটন, সাইফুল আলম খান, আবুল আল নোমান, জাফর ইকবাল, টেবিল টেনিস সম্পাদক হারুন রশিদ ও এসে এম গিয়াস উদ্দিন বাবর সহ প্রমুখ।