আমতলীতে নরমাল স্যালাইন সরবরাহ বন্ধ, উৎপাদনের চেয়ে ২০ গুণ চাহিদা বেশী। বিপাকে রোগীরা
- আপডেট সময় : ০৪:৪৮:০৬ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩ ৬৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: আমতলী উপজেলায় নরমাল (ঘ/ঝ-১০০০) স্যালাইন সরবরাহ বন্ধ রয়েছে। সরবরাহ বন্ধ থাকায় দিশেহারা হয়ে পরেছে ডেঙ্গুসহ অন্যান্য রোগীরা। দ্রæত নরমাল স্যালাইন সরবরাহের দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা। ঔষধ ব্যবসায়ীদের অভিযোগ স্যালাইন উৎপাদনকারী কোম্পানীগুলো স্যালাইন সরবরাহ বন্ধ রেখেছে। কোম্পানীর প্রতিনিধিদের দাবী উৎপাদন ক্ষমতার চেয়ে ২০ গুণ স্যালাইনের চাহিদা বৃদ্ধি পাওয়ায় স্যালাইন সরবরাহে সমস্যা হচ্ছে।
জানাগেছে, গত দুই মাস ধরে বরগুনার আমতলী উপজেলায় ডেঙ্গু রোগের প্রার্দুভাব দেখা দিয়েছে। গত জুলাই ও আগষ্ট মাসে দুই’শ ৮ জন রোগী আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এছাড়াও অন্তত কয়েক হাজার রোগী ডেঙ্গুর লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি না হয়ে চিকিৎসকদের পরামর্শে বাড়ী বসে চিকিৎসা নিয়েছেন বলে একটি সুত্রে জানাগেছে। ডেঙ্গু রোগ বৃদ্ধির সাথে সাথে নরমাল স্যালাইনের সংঙ্কট দেখা দেয়। গত এক মাস ধরে আমতলী উপজেলার ফার্মেসী এবং ১৫ দিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নরমাল স্যালাইন সরবরাহ বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পরেছে ডেঙ্গু রোগীসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা। ঔষুধ ব্যবসায়ীদের অভিযোগ স্যালাইন উৎপাদনকারী কোম্পানীগুলো স্যালাইন সরবরাহ বন্ধ রেখেছে। ফলে আমতলীতে স্যালাইনের তীব্র সংঙ্কট দেখা দিয়েছে। অপর দিকে উৎপাদনকারী কোম্পানীর প্রতিনিধিদের দাবী উৎপাদন ক্ষমতার চেয়ে ২০ গুণ নরমাল স্যালাইনের চাহিদা বৃদ্ধি পাওয়ায় স্যালাইন সরবরাহে সমস্যা হচ্ছে। দ্রæত নরমাল স্যালাইন সরবরাহের দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।
রবিবার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শহরের বিভিন্ন ফার্মেসী ঘুরে দেখা গেছে, নরমাল স্যালাইন নেই। রোগীর স্বজনরা ফার্মেসীতে স্যালাইন নিতে এসে ফিরে যাচ্ছেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ডেঙ্গু রোগী মমতাজ ও চন্দ্রভানু বলেন, ফার্মেসীতে বেশী টাকা দিয়েও স্যালাইন পাচ্ছি না।
আল আমিন মেডিকেল হলের স্বত্তাধিকারী জাকির হোসেন বিশ্বাস ও আব্দুল্লাহ মেডিকেল হলের স্বত্তাধিকারী রাসেল বলেন, দীর্ঘদিন ধরে নরমাল স্যালাইনের সংঙ্কট রয়েছে। নরমাল স্যালাইন উৎপাদনকারী কোন কোম্পানীই স্যালাইন সরবরাহ করছে না। তারা আরো বলেন, রোগীর স্বজনরা স্যালাইন না পেয়ে ফিরে যাচ্ছেন।
আমতলী উপজেলা ঔষধ ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, নরমাল স্যালাইন সরবরাহ নেই। স্যালাইন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের বারবার তাগাদা দেয়া সত্তেও তারা স্যালাইন সরবরাহ করছেন না।
অপসো স্যালাইন কোম্পানী লিমিটেড’র প্রতিনিধি সাইফুল ইসলাম বলেন, উৎপাদনের চেয়ে চাহিদা ২০গুণ বৃদ্ধি পাওয়ায় স্যালাইন সরবরাহে সমস্যা হচ্ছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার জায়েদ আলম ইরাম বলেন, বেশ কয়েকদিন ধরেই নরমাল স্যালাইন সরবরাহ বন্ধ। স্যালাইন চেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট চিঠি দেয়া হয়েছে।