আরসিআরইউ’র সহযোগী সদস্য প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:২৯:০৪ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩ ১৫৭ বার পড়া হয়েছে
রাজশাহী সংবাদদাতা: রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সহযোগী সদস্য প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ সেপ্টেম্বর ) সকায় ১০ টায় আরসিআরইউ কার্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে কলেজে অধ্যায়নরত প্রায় ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহন করে।
এসময় মৌখিক পরিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আরসিআরইউ’র প্রধান উপদেষ্টা রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক, শিক্ষক উপদেষ্টা দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ড. মো: সৈয়দ আলী আহসান, মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আজমত আলী রকি ও বাংলা বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান; মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওলিউর রহমান বাবু, আরসিআরই’র সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক হাদিসুর রহমান, প্রশিক্ষন ও প্রকাশনা সম্পাদক রুকাইয়া মিম, আরসিআরই’র সাধারণ সম্পাদক আব্দুল হাকিম ও সহ-সভাপতি আবু সাঈদ রনি।
পরীক্ষা শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় আরো উপস্থিত ছিলেন আরসিআরই’র সাংগঠনিক সম্পাদক সেহের আলী দুর্জয়, অর্থ সম্পাদক বদরুদোজা, দপ্তর সম্পাদক সুজন হোসেন, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক তানজিলা আক্তার মিমি, নির্বাহী সদস্য শাহাদাত হোসেন, সদস্য ঐশি আক্তার, আল সাকিব ও আব্দুল আলিম সহ আরসিআরই’র সহযোগী সদস্যবৃন্দ।