পাইলট রিয়াদ’কে কৃতি সংবর্ধনা দিল ফুলপুর উপজেলা প্রশাসন:
- আপডেট সময় : ০৩:৩৯:৩১ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩ ৪৭ বার পড়া হয়েছে
ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের ফুলপুরের কৃতি সন্তান রিয়াদ আহমেদ ফিলিপাইন থেকে পাইলট কোর্স সম্পন্ন করায় কৃতি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ (৪সেপ্টেম্বর) সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলানাতনে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, ফুলপুর থানার তদন্ত অফিসার বন্দের আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার,বীর মুক্তিযোদ্ধা বিজয় চন্দ্র বিশ্বাস, ফুলপুরের কৃতি সন্তান রিয়াদ আহমেদ, ফুলপুর প্রেসক্লাবের সভাপতি নাজিমউদ্দিন,সাধারণ সম্পাদক বিলাল হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক,দপ্তর সম্পাদক মোঃ আবু রায়হান, সাংবাদিক সেলিম রানা,সাংবাদিক রবিউল হক বাবু, ফুলপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ কামাল হোসেন,ফুলপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রাজু সহ বিভিন্ন স্কুল-কলেজের ও ছাত্র-ছাত্রী প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাশার ভূঁইয়া।
রিয়াদ ফিলিপাইন এয়ারওয়ার্কস্ এভিয়েশন একাডেমি থেকে (CPL-IR) সার্টিফিকেট অর্জন করেছেন। সফলতার সাথে পাইলট ট্রেনিং কোর্স শেষ করে গত বুধবার (৩০ আগস্ট) নিজ গ্রাম আমুয়াকান্দায় ফিরেছেন। ২২ বছর বয়সী এ তরুণ পাইলট ফুলপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড আমুয়াকান্দা (কলের বাড়ির) গ্রামের হাজী সুলতান আহমেদের ৩য় ছেলে।