বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে বরগুনায় বিনামূল্যে গাভী বিতরণ
- আপডেট সময় : ০২:৪৪:২০ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩ ৯৯ বার পড়া হয়েছে
বাংলা পোর্টাল, বরগুনা: বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে বরগুনায় বিনামূল্যে গাভী বিতরণ করা হয়েছে। (৩ সেপ্টেম্বর) রোববার সকালে বরগুনা সদর উপজেলার ৫নং আয়লাপাতাকাটা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) র অর্থায়নে স্থানীয় এনজিও সঞ্চিত স্বপ্ন মহিলা সংস্থার বাস্তবায়নে আয়বর্ধক মূলক প্রকল্পের আওতায় অসহায় ও সুবিধা বঞ্চিত মহিলা ও পুরুষের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ করা হয়।
প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজের সভাপতিত্বে বিনামূল্যে গাভী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৫নং আয়লাপাতাকাটা ইউনিয়নের চেয়ারম্যান মো.মোশাররফ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বরগুনা এনজিও ফোরাম এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা আ: মোতালেব মৃধা, ইউনিয়ন আ, লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সামসুল হক শানু ,ইউপি সদস্য মো. মোখলেসুর রহমান, সমাজ সেবক মো. মজিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে প্রকল্পের বিষয়ে অবহিত করে শুভেচ্ছা বক্তব্য রাখেন সঞ্চিত স্বপ্ন মহিলা সংস্থার পরিচালক মাহবুবুর রহমান ও সভানেত্রী তাসলিমা বেগম।
এ সময় অসহায় সুবিধা বঞ্চিত ৫ জন উপকার ভোগীরা মাঝে বিনামূল্যে ৫ টি গাভী (বকনা) বাছুর বিতরণ করা হয়।