বাগেরহাটে বয়: সন্ধিকালে পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:৫০:০৬ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩ ৭০ বার পড়া হয়েছে
বাগেরহাট সংবাদদাতা: বাগেরহাটে বয়: সন্ধিকালে পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে শহরের যদুনাথ স্কুল এন্ড কলেজের হল রুমে মাধ্যমিক পর্যায়ে প্রধান শিক্ষকদের অংশগ্রহনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাগেরহাট সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ও নিউট্রিশন ইন্টারন্যাশনালের সহযোগিতা অনুষ্ঠিত কর্মশালায় ৬২ জন প্রধান শিক্ষক অংশগ্রহণ করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম মোর্শেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম সায়েদুর রহমান।
কর্মশালায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রক্তস্বল্পতা প্রতিরোধ, আয়রন ফলিক এসিড ট্যাবলেট খাওয়া ও বয়: সন্ধিকালে শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার খাওয়ার উপর বিষদ আলোচনা করেন। এছাড়াও বিদ্যালয় কিশোর কিশোরী ক্লাব গঠনের উপর গুরুত্ব আরোপ করেন তিনি।
বাগেরহাট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার হিসামুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, যদুনাথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডল, নিউট্রেশন ইন্টারন্যাশনালের জেলা সমন্বয়ক নুসরাত জাহান ও জেলা শিক্ষা অফিসারে প্রশিক্ষণ সমন্বয়কারী মোঃ নাসির উদ্দিন।