সংবাদ শিরোনাম ::
ভোলায় পুলিশের অভিযান: মাদকসহ যুবক গ্রেপ্তার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:১৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩ ৩৫ বার পড়া হয়েছে
ভোলা সংবাদদাতা: ভোলায় মাদকসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোলা সদর উপজেলার পূর্বইলিশা ইউনিয়ন থেকে ৫ কেজি ২০০ গ্রাম গাজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সোমবার বেলা সাড়ে ১১টার সময় পূর্বইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইলিশা ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় ওই এলাকার তালতলা লঞ্চ ঘাট থেকে ৫ কেজি ২০০ গ্রাম গাজাসহ মেহেদী মোল্লা (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। সে বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের সাপড়াখালী গ্রামের দেলোয়ার মোল্লার ছেলে।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা জানান,
এ বিষয়ে ভোলা সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীকে আদালতে পাঠানো হয়েছে।