শ্রীমঙ্গলে ৬৫ বছরের নারীকে গণধর্ষণ
- আপডেট সময় : ০৩:৩৭:০০ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩ ১৪৫ বার পড়া হয়েছে
বাংলা পোর্টাল: শ্রীমঙ্গলে ৬৫ বছর বয়সী এক নারী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শ্রীমঙ্গল থানা পুলিশ সূত্রে জানা যায়, গণধর্ষণের শিকার ওই নারী বাড়ি শ্রীমঙ্গল উপজেলাধীন কালীঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের বাসিন্দা।
জানা গেছে গত (৩ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে ওই নারী জাগছাড়া চা বাগান সংলগ্ন একটি ছড়াতে গোসল করতে যান। এসময় মিন্টু কর ও পলাশ কর নামে দুই যুবক বৃদ্ধা ওই নারীকে জোরপূর্বক ছড়ার ব্রীজের নিচে বালির ঢিবির উপর নিয়ে পালাক্রমে ধর্ষন করেন। বিষয়টি সন্ধায় জানাজানি হলে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদারের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপস চন্দ্র রায় অভিযান চালিয়ে ধর্ষণের ঘটনায় নওয়াগাঁও গ্রামের আদর করের ছেলে মিন্টু কর (২০) এবং একই এলাকার পরেশ করের ছেলে পলাশ কর (২২) কে গ্রেফতার করে।
এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি গণধর্ষণ মামলা রুজু করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ‘ধর্ষণের ঘটনায় শ্রীমঙ্গল থানায় মামলা রুজু হওয়ার পর তাৎক্ষণিক আমরা ধর্ষনের সাথে জড়িত অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছি’। তিনি বলেন, আজ সোমবার মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ষাটার্ধকে ধর্ষণের ঘটনায় শ্রীমঙ্গলে ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।