সুদানের খার্তুমে হামলা, ২৫ বেসামরিক নাগরিক নিহত
- আপডেট সময় : ১০:২৪:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩ ৫২ বার পড়া হয়েছে
বাংলা পোর্টাল ডেস্ক: সুদানের রাজধানী শহর খার্তুমে হামলায় অন্তত ২৫ জন বেসামরিক লোক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রায় পাঁচ মাস ধরে যুদ্ধ চলমান। সহিংসতা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বলে জানিয়েছে, ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান।
একটি মেডিকেল সূত্র জানিয়েছে, রবিবার সুদানের রাজধানী ‘বাড়ি’ তে বোমা বিস্ফোরণে পাঁচ বেসামরিক নাগরিক নিহত হয়।’
এছাড়া আগের দিন শহরের দক্ষিণে একটি বিমান হামলায় অন্তত ২০ জন নিহত হয়’।
এই রবিবার ফের কামান ও রকেটের গোলাগুলিতে শহরটি বিধ্বস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে।’
উল্লেখ্য, গত ১৫ এপ্রিল সুদানের নিয়মিত সেনাবাহিনী এবং আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে লড়াই শুরু হয়। এখন পর্যন্ত এই লড়াইয়ে ৫ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানা গেছে।’
সৌদিআরবসহ অন্যদের মধ্যস্থতায় একাধিকবার অস্ত্রবিরতি হলেও সেটা টেকসই হয়নি।