৪১তম বিসিএস এ সুপারিশপ্রাপ্ত কাজিপুরের ৪ ক্যাডারকে সংবর্ধনা
- আপডেট সময় : ০৪:২৯:১৪ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩ ১৪৬ বার পড়া হয়েছে
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা থেকে ৪১তম বিসিএস এ সুপারিশপ্রাপ্ত চারজন ক্যাডারকে বিশেষ সংবর্ধনা দিয়েছেন উপজেলা প্রশাসন। রবিবার বিকেলে কাজিপুর উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার। সুপারিশপ্রাপ্ত ক্যাডরগণ হলেন পুলিশের এএসপি হিসেবে নাটুয়ারপাড়া ইউনিয়নের রেহাইশুড়িবেড় গ্রামের এসএম সাব্বির হোসেন গালিব, শিক্ষা ক্যাডারে মাইজবাড়ী ইউনিয়নের পাইকরতলী গ্রামের তানিয়া উল্লাহ, ভেটেরিনারি সার্জন হিসেবে যথাক্রমে সোনামুখী ইউনিয়নের রশিকপুর গ্রামের রাশেদুল ইসলাম এবং হরিনাথপুর গ্রামের নাজমুল হাসান।
সংবর্ধনা অনুষ্ঠানে ক্যাডারদের শুভকামনা জানিয়ে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, সহকারী কমিশনার (ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দিদারুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, হরিনাথপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আমজাদ হোসেন। এসময় সুপারিশপ্রাপ্ত ক্যাডারদের মা-বাবা, ভাইসহ অন্যান্য অভিভাবক এবং উপজেলার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।