কুড়িগ্রামে ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী ভূট্রো গ্রেপ্তার
- আপডেট সময় : ১০:২০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩ ১০৮ বার পড়া হয়েছে
কুড়িগ্রাম সংবাদদাতা: কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭৩ বোতল ফেন্সিডিলসহ আনোয়ার হোসেন ভূট্রো (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করেছে।
পুলিশ জানায়, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালকু শিমুলবাড়ী (মিয়া পাড়া) এলাকায় নাওডাঙ্গা বকুলতলা বাজার হতে মিয়াপাড়া বাজার গামী পাকা রাস্তার উপর থেকে কৃষ্ণানন্দবকসি গ্রামের মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন ভুট্টু (৩৫) কে অটো ইজিবাইকের সিটের নিচে বিশেষ কায়দায় ফিটিং করা অবস্থায় ৭৩ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি অটো ইজিবাইক জব্দ করা হয়। গ্রেফতার ভুট্টু ওই এলাকার হেঞ্জু মিয়ার ছেলে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।