কুড়িগ্রামে ২১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
- আপডেট সময় : ০১:৪০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩ ১০৩ বার পড়া হয়েছে
কুড়িগ্রাম সংবাদদাতা: কুড়িগ্রামের উলিপুরে ২১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন বজরা ইউনিয়নের খামার দামারহাট এলাকার রুস্তম আলীর পুত্র মোঃ মাসুদ মিয়া (২২), নাগেশ্বরীর সন্তোষপুর ইউনিয়ের ধনীগাগলা গ্রামের ইসলাম উদ্দিনের পুত্র মোঃ শফিকুল ইসলাম (৩৪) ও নেওয়াশী ইউনিয়নের পনির উদ্দিনের পুত্র হাফিজুর রহমান (৩৫)।
পুলিশ জানায়,সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের উপর ভিত্তি করে অভিযান চালিয়ে গুনাইগাছ ইউনিয়নের জুম্মাহাট বাজার এলাকা থেকে ২১ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে কুড়িগ্রামের উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে গ্রেফতার তিন মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।