ক্লিন রিভার বাংলাদেশ, ঝালকাঠি জেলা শাখার কমিটি গঠন
- আপডেট সময় : ০৩:৫৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩ ১১৫ বার পড়া হয়েছে
ঝালকাঠির সংবাদদাতা: ঝালকাঠির সুগন্ধা, বিশখালী, ধানসিঁড়ি, গাবখান ও বাসন্ডা নদীসহ শহরের খালগুলো দখল ও দূষণ মুক্ত রাখতে ৪ সেপ্টেম্বর ২০২৩ সোমবার ক্লিন রিভার বাংলাদেশ, ঝালকাঠি জেলা শাখার জরুরী সভার আয়োজন করা হয় সিটি রিভার ভিউ পার্কে বিকাল ৫ ঘটিকায় । সভায় উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন এবং সেপ্টেম্বর মাসে নদী ও খাল দুষণ মুক্ত করতে সচেতনতামূলক কিছু কর্মপরিকল্পনা করা হয়।
ঝালকাঠি জেলা শাখার নতুন কমিটি মোঃ হাসান মাহমুদ ডিষ্ট্রিক ক্যাপ্টেন, শেখ মিলন ডিষ্ট্রিক কো-ক্যাপ্টেন, মোঃ মুবিন ফটোগ্রাফি, রাহাত মাঝি লজেষ্ট্রিক, মোঃ মাহমুদ হাসান মিলন অর্থ সম্পাদক, চাঁদনী জাহান রিসিপশন, মুহিত খান রিপোটিং, মোঃ উজ্জ্বল রহমান সোস্যাল মিডিয়া, উজ্জ্বল দুয়ারী যোগাযোগ এর দায়িত্ব দেয়া হয়।
সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় ক্যাপ্টেন মোঃ শাকিল হাওলাদার রনি ও সাংবাদিক মোঃ আতিকুর রহমান আতিক।