গাজীপুরের কোনাবাড়ি-কাশিমপুর সড়কের সংস্কার কাজের উদ্বোধন
- আপডেট সময় : ০৬:১৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩ ১২৬ বার পড়া হয়েছে
গাজীপুর সংবাদদাতা: দীর্ঘদিন প্রতীক্ষার পর গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়কের প্রায় ৭ কিলোমিটার সংস্কার কাজ শুরু করা হয়েছে । মঙ্গলবার সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক জরুন লক্ষু মার্কেট থেকে কোনাবাড়ী বাসস্ট্যান্ড পর্যন্ত কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন । পরে জরুন থেকে কাশিমপুর হয়ে নরসিংহপুর পর্যন্ত সংস্কার কাজের উদ্বোধন করা হয় । উদ্বোধনী অনুষ্ঠানে গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ , কোনাবাড়ী থানা আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহমান মাস্টার,স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সেলিম রহমান, কাউসার আহমেদ, মীর আসাদুজ্জামান তুলা মমতাজ মন্ডল সংরক্ষিত নারী কাউন্সিলর বেনু বারেকসহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর উপস্থিত ছিলেন । আগামী ৬ মাসের মধ্যে সড়কটির সংস্কার কাজ শেষ করে জনদুর্ভোগ লাগবের জন্য তিনটি ঠিকাদার প্রতিষ্ঠানকে ভাগ করে দেয়া হয়েছে ।
সংশ্লিষ্টরা জানায়, কয়েক বছর আগে সড়কটি ৬০ ফুট প্রশস্ত করে সংষ্কার কাজের জন্য প্রায় ১৭শ কোটি টাকা বরাদ্ধ দেয় সরকার । কিন্তু অধিগ্রন জটিলতার কারণে কাজের অগ্রগতি ঝিমিয়ে পড়ে । দীর্ঘিদিন সংস্কার না হওয়ায় সড়কটি যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়ে । মানুষের দুর্ভোগ লাগবে আপাতত ২৪ ফিট প্রশস্ত ৭ কিলোমিটার এলাকায় আরসিসি এবং প্রায় দুই কিলোমিটার কার্পেটিং এর উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন । পাশাপাশি ৬০ ফুট প্রশস্ত করণের জন্য জমি অধিগ্রহনের কার্যক্রমও চলবে । আগামী ছয় মাসের মধ্যে ৬৬ কোটি ৯৮ লাখ ৫৯০ টাকা ব্যয়ে তিনটি ঠিকাদার প্রতিষ্ঠান এ সড়কের সংস্কার কাজ শেষ করবে বলেও জানিয়েছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর-কোনাবাড়ী আঞ্চলিক সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে । সড়কটি বহু স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে । সামান্য বৃষ্টিতে রাস্তায় জমে থাকে হাঁটু পানি। এই সড়কে চলাচলকারী যাত্রী ও পথচারীদের অনেকটা আতঙ্কের মধ্যেই চলাচল করতে হচ্ছে । ফলে ভাঙ্গাচোরা এই সড়কে দিয়ে চলাচল করতে গিয়ে গাড়ি উল্টে যাচ্ছে প্রতিনিয়তই । ক্ষয়ক্ষতি হচ্ছে জানমালের । এসব দিক বিবেচনায় এনে গাজীপুর সিটি কর্পোরেশন দ্রুত সময়ের মধ্যে সংষ্কার কাজ শেষ করার উদ্যোগ নিয়েছে । আগামী ৬ মাসের মধ্যে সড়কটি যানবাহন চলাচল উপযোগী করার লখ্যে ৩টি ঠিকাদার প্রতিষ্ঠানকে ভাগ করে দেয়া হয়েছে । যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে সংস্কার শেষ করে জন দুর্ভোগ লাগব করা যায় ।
গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুজ্জামান কিরণ জানান, ৬০ ফুট প্রশস্ত করে সড়কটি সংষ্কারের জন্য বরাদ্ধ পাওয়া গেলেও জমি অধিগ্রহন নিয়ে বেশ জটিলাতা সৃষ্টির কারণে কাজ বন্ধ থাকে । সিটির নাগরিকদের দুর্ভোগের কথা বিবেচনায় এনে আপাতত সড়কটি সংস্কার কাজ ২৪ ফুট প্রশস্ত করা হচ্ছে । জমি অধিগ্রহন জটিলতা শেষ হলে ৬০ ফুট প্রশস্ত করে আবারও এ সড়কের উন্নয়ন কাজ করা হবে ।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, সড়কটি যানবাহন চলাচলে অযোগ্য হয়ে পড়ায় আপাতত ২৪ ফুট প্রশস্ত করে সংস্কার কাজ করা হচ্ছে । পরবর্তীতে জমি অধিগ্রহনের মাধ্যমে ৬০ ফুট করা হবে । দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করতে তিনটি ঠিকাদার প্রতিষ্ঠান একযোগে কাজ শুরু করবে । এক্ষেত্রে স্থানীয়দের ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজনদের সহায়তা করারও আহ্বান জানান, তিনি। এছাড়া সড়কটি পাশে থাকা জমির মালিক ও ভবন মালিকদের জমি অধিগ্রহনের ক্ষেত্রে মানষিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানান, মুক্তিযুদ্ধ মন্ত্রী ।