পঞ্চগড়ে পুকুরে গোসল নেমে এক শিশুর মৃত্যু
- আপডেট সময় : ০৬:১৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩ ৩১ বার পড়া হয়েছে
পঞ্চগড় সংবাদদাতা: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে সাজিদ হোসেন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া একটার দিকে উপজেলার বলরামপুর ইউনিয়নের দক্ষিণ বলরামপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।
মারা যাওয়া শিশু সাজিদ ওই এলাকার বেলাল হোসেনের ছেলে। সে স্থানীয় কুরুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করতো।
নিহতের পরিবারের বরাত দিয়ে বলরামপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য মো. সামাউন হক জানান, মঙ্গলবার দুপুরে সাজিদ তার এক চাচাতো বোনকে সাথে নিয়ে বাড়ির পাশের একটি পুকুরের পাড়ে যায়। পরে সাজিদ তার চাচাতো বোনকে পুকুরের পাড়ে রেখে গোসল করতে নামে সে। গোসলের এক পর্যায়ে সাজিদ পুকুরের গভীর পানিতে গিয়ে হাবুডুবু খেতে শুরু করে। পরে তার চাচাতো বোনটি চিৎকার শুরু করলে প্রতিবেশি এক নারী ছুটে এসে সাজিদে হাবুডুবু খেতে দেখে তিনিও চিৎকার করে পরিবারের সদস্যদের ডাকেন। পরে পরিবারের সদস্যরা সাজিদকে পুকুরের পানি থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আটোয়ারী থানার পরিদর্শক (তদন্ত) সোয়েল রানা পুকুরে ডুবে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহের সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।