বীরশুভগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় সভাপতির দেয়া দুপুরের খাবার পাচ্ছে একশ দশজন শিক্ষার্থী
- আপডেট সময় : ০৬:২৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩ ১৫০ বার পড়া হয়েছে
কাজিপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা বীর শুভগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একশ দশজন শিক্ষার্থীকে দেয়া হলো দুপুরের খাবার। যমুনা নদীর পশ্চিমপাড়ের একশ গজের মধ্যে অবস্থিত বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি অমিত হাসান নয়ন ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থীদের এই খাবারের ব্যবস্থা করেছেন। মঙ্গলবার দুপুরে ওই বিদ্যালয় মাঠে দুপুরের খাবার(মিডডে মিল) কার্যক্রমের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও বলেন, বিদ্যালয়টির অবস্থান যমুনার নিকটবর্তী এবং বন্যাকবলিত হওয়ায় এখানে শিক্ষার্থীর সংখ্যা কম। তবে যারা পড়ছে তারা অনেক মেধাবী। তাই আমি পরিচালনা কমিটির সভাপতিকে প্রতিদিন মিডডে মিলের ব্যবস্থা করার অনুরোধ করলে তিনি রাজী হন। আশা করছি এতে করে অনেকটা অনগ্রসর এই বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম গতিশীল হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম হাবিবুর রহমান, সহকারি শিক্ষা অফিসার আবু সাঈদ, আবু জোবায়ের, প্রধান শিক্ষিকা নূরজাহান খাতুন।