ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ঠিকাদারি প্রতিষ্ঠানের গুদাম ঘর নির্মাণে শিক্ষার পরিবেশ ব্যাহত
- আপডেট সময় : ০৪:৩৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩ ৯৬ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মেসার্স ফাহিম ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পাকা গুদাম ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ এতে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে
জানাগেছে, উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের বাগভান্ডার সড়কের একটি ব্রীজ নির্মাণের কাজ পায় কুড়িগ্রামের মেসার্স ফাহিম ট্রেডার্স। ঠিকাদারি প্রতিষ্ঠানটি নির্মাণ সামগ্রী রাখার জন্য পূর্ব বাগভান্ডার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে একটি পাকা গুদাম ঘর নির্মাণ করে।
ব্রীজের কাজ শেষ হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানটি বিদ্যালয় মাঠ থেকে তাদের নির্মাণ করা গুদাম ঘরটি সরিয়ে নেয়নি। বর্তমানে ঠিকাদারি প্রতিষ্ঠানটি বিদ্যালয় মাঠে নির্মাণ করা ওই গুদাম ঘরেই মালামাল রেখে অন্য আরেকটি নির্মাণ কাজ পরিচালনা করছে।
এলাকাবাসীর অভিযোগ বিদ্যালয়ের মাঠে পাকা গুদাম ঘর নির্মাণ করায় বিদ্যালয়ের শিক্ষার স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে। প্রধান শিক্ষকের যোগসাজসেই বিদ্যালয় মাঠে গুদাম ঘরটি নির্মাণ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন বলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সাথে আলোচনা করে ঠিকাদারি প্রতিষ্ঠান গুদাম ঘর নির্মাণ করেছে। আমি তাদেরকে বলেছিলাম সরকারি জায়গায় ঘর নির্মাণ করা ঠিক হবে না।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ফাহিম ট্রেডার্সের বক্তব্য জানতে তাদের নির্মাণ করা গুদাম ঘরের সামনের তথ্য বিবরণী বোর্ডে দেওয়া মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। ফোন রিসিভ না করায় বক্তব্য জানা সম্ভব হয়নি।
উপজেলা শিক্ষা অফিসার জ্যোতির্ময় চন্দ্র সরকার বলেন, বিদ্যালয় মাঠে গুদাম ঘর নির্মাণ করার সুযোগ নেই। ঠিকাদারি প্রতিষ্ঠান মাঠে গুদাম ঘর নির্মাণ করেছে বিষয়টি জানতাম না। ঠিকাদারকে দ্রুত গুদাম ঘর সরিয়ে নিতে বলা হবে। তা না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।