সংবাদ শিরোনাম ::
সংসদে উঠলো সাইবার নিরাপত্তা বিল
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:১৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩ ২৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল নিরাপত্তা আইনের পরিবর্তে সাইবার জগতের নিরাপত্তায় ‘সাইবার নিরাপত্তা বিল, ২০২৩’ আইন করতে একটি বিল সংসদে উঠেছে। যাচাই বাছাইয়ের জন্য পাঠানো হয়েছে সংসদীয় কমিটিতে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর’) জাতীয় সংসদের অধিবেশনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিলটি উত্থাপন করেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
জাতীয় পার্টির সাংসদ ফখরুল ইমাম বিলটি উত্থাপনের আপত্তি করেন। কিন্তু সংসদ সদস্যদের কণ্ঠভোটে তা নাকচ হয়ে যায়’। পরে বিলটি অধিকতর পরীক্ষা করে ৫ কর্মদিবসের মধ্যে সংসদে রিপোর্ট দেয়ার জন্য ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।’