সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামের উলিপুরে তেঁতুলগাছ থেকে পড়ে শিশু মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৩০:৫৭ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩ ৯৭ বার পড়া হয়েছে
কুড়িগ্রাম সংবাদদাতা: কুড়িগ্রামের উলিপুরে তেঁতুল পারতে গিয়ে হাত ফসকে মাটিতে পড়ে আব্দুল্লাহ হোসাইন (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের ঠাকুরবাড়ি বাজারে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ ধামশ্রেনী ইউনিয়নের ঠাকুরবাড়ি এলাকার রাজু আহমেদের ছেলে ও ইন্দারারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ।
স্থানীয় সূত্রে জানাযায় , আব্দুল্লাহ তার এক সহপাঠীসহ তেঁতুল পারতে ঠাকুরবাড়ি বাজারের একটি তেঁতুলগাছে ওঠে। এ সময় অসাবধানতা হাত ফসকে গিয়ে মাটিতে পড়ে ঘটনা স্হলেই সে মারা যায়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনা স্হলে পাঠিয়েছি । এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হবে।